Wednesday, November 12, 2025

কোনও শক্তি উপত্যকার উন্নয়নকে আটকাতে পারবে না: জম্মু থেকে বার্তা শাহের

Date:

“বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার হতে হয়েছে জম্মু-কাশ্মীরকে তবে আর নয় কোন শক্তি আর জম্মু-কাশ্মীরের উন্নয়নকে আটকাতে পারবে না।” উপত্যকা সফরের দ্বিতীয় দিনে জম্মুর মাটিতে দাঁড়িয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে ৩৭০ ধারা প্রত্যাহারের পক্ষেও যুক্তি দেন তিনি।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের নেতৃত্বে জম্মুতে(Jammu) উন্নয়নের নতুন যুগের সূচনা হচ্ছে। প্রশাসন এখন নিশ্চিত করছে যাতে জম্মু ও কাশ্মীরের ন্যায়সঙ্গত উন্নয়ন হয়।”

পাশাপাশি এদিনের জনসভা থেকে কংগ্রেসকে তো থাকতে বলেননি অমিত শাহ। তিনি বলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পর মোদি সরকার বলেছিল জম্মু-কাশ্মীরের উন্নয়ন হবে। এখানে বিনিয়োগ আসবে। তবে একটি পরিবার সেই মন্তব্যকে ব্যঙ্গ করেছিল প্রশ্ন তুলেছিল কোথা থেকে আসবে বিনিয়োগ। আজ তারা দেখুন, ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে জম্মু-কাশ্মীরে। আমি আপনাদের কথা দিচ্ছি ২০২২ সালের আগে ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে জম্মু-কাশ্মীরে।”

সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার এবং জম্মু ও কাশ্মীরের থেকে রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়ার পর এটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর সফর। ৩৭০ ধারা প্রত্যাহারের স্বপক্ষে এদিন তিনি বলেন, ‘বাল্মীকি, পাহাড়ি, গুজ্জর, বাকেরওয়াল পশ্চিম পাকিস্তানের শরণার্থী এবং নারী সহ সকলের প্রতি ন্যায়বিচার করা হয়েছে।’

 

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version