Thursday, August 28, 2025

কোনও শক্তি উপত্যকার উন্নয়নকে আটকাতে পারবে না: জম্মু থেকে বার্তা শাহের

Date:

“বছরের পর বছর ধরে বৈষম্যের শিকার হতে হয়েছে জম্মু-কাশ্মীরকে তবে আর নয় কোন শক্তি আর জম্মু-কাশ্মীরের উন্নয়নকে আটকাতে পারবে না।” উপত্যকা সফরের দ্বিতীয় দিনে জম্মুর মাটিতে দাঁড়িয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে ৩৭০ ধারা প্রত্যাহারের পক্ষেও যুক্তি দেন তিনি।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের নেতৃত্বে জম্মুতে(Jammu) উন্নয়নের নতুন যুগের সূচনা হচ্ছে। প্রশাসন এখন নিশ্চিত করছে যাতে জম্মু ও কাশ্মীরের ন্যায়সঙ্গত উন্নয়ন হয়।”

পাশাপাশি এদিনের জনসভা থেকে কংগ্রেসকে তো থাকতে বলেননি অমিত শাহ। তিনি বলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পর মোদি সরকার বলেছিল জম্মু-কাশ্মীরের উন্নয়ন হবে। এখানে বিনিয়োগ আসবে। তবে একটি পরিবার সেই মন্তব্যকে ব্যঙ্গ করেছিল প্রশ্ন তুলেছিল কোথা থেকে আসবে বিনিয়োগ। আজ তারা দেখুন, ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে জম্মু-কাশ্মীরে। আমি আপনাদের কথা দিচ্ছি ২০২২ সালের আগে ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে জম্মু-কাশ্মীরে।”

সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার এবং জম্মু ও কাশ্মীরের থেকে রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়ার পর এটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথমবার কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর সফর। ৩৭০ ধারা প্রত্যাহারের স্বপক্ষে এদিন তিনি বলেন, ‘বাল্মীকি, পাহাড়ি, গুজ্জর, বাকেরওয়াল পশ্চিম পাকিস্তানের শরণার্থী এবং নারী সহ সকলের প্রতি ন্যায়বিচার করা হয়েছে।’

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version