ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১৪৫ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৬০,৯৬৭.০৫ (⬆️ ০.২৪%)

🔹নিফটি ১৭,৮২২.৩০ (⬆️ ০.০৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবারের ১৪৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১০ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে উৎসব মরসুমে মাঝে ১৪৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৪৫.৪৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,৯৬৭.০৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১০.৫০ পয়েন্ট বা ০.০৬ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,১২৫.৪০।

advt 19

 

Previous articleখুলছে স্কুল, প্রস্তুত হচ্ছে শিক্ষা দফতর! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত চিকিৎসক মহলের
Next article২০২২র আইপিএলে দেখা যাবে নতুন দুই দল লখনউ ও আহমেদাবাদ