Saturday, August 23, 2025

দিনহাটায় অভিষেকের জনসভা ঘিরে উন্মাদনা তুঙ্গে, চলছে শেষ পর্যায়ের কাজ

Date:

দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলের প্রার্থী উদয়ন গুহর প্রচারে সোমবারই আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই হাইভোল্টেজ নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ঘিরে প্রবল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে দলের নেতা-কর্মীদের মধ্যে। দিনহাটায় এই সভাকে ঘিরে শেষ পর্যায়ের প্রস্তুতি এখন তুঙ্গে।  আজ দুপুরেই দিনহাটা সংহতি ময়দানে হবে প্রচারসভা৷

আরও পড়ুন:বিদায়বেলাতেও পূবালি হাওয়ার ভ্রুকুটি, ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস

সোমবার দুপুর ১২টায় হেলিকপ্টারে দিনহাটায় আসার কথা তাঁর৷ সভামঞ্চের পাশে হেলিপ্যাড গ্রাউন্ড তৈরির কাজ শেষ। হেলিকপ্টার মহড়াও দিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা ও দলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, তা শুনতে মুখিয়ে আছেন গোটা দিনহাটার মানুষ। প্রার্থী উদয়ন গুহ বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারসভার খবর ছড়িয়ে পড়তেই উন্মাদনা অনেক বেড়েছে৷ আমরা করোনা বিধি মেনে এক হাজার জনের ব্যবস্থা রেখেছি। তবে বাইরে মানুষ ভিড় করলে আমাদের কিছু করার থাকবে না!’’ দিনহাটার মানুষের মঙ্গল কামনায় দিনহাটা থানাপাড়া মন্দিরে রবিবার মহাযজ্ঞ করেন উদয়ন। সস্ত্রীক পুজো দিয়েছেন৷ এদিন বাসন্তীর হাট এলাকায় বিভিন্ন বুথে কর্মীদের নিয়ে খুলি বৈঠক করেন। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল এখনও জেতার দাবি করে চলেছেন। হেভিওয়েট নেতা-নেত্রীদের নিয়ে সভাও করছেন। তবে দিনহাটার মানুষ তাঁদের ভুল শোধরানোর জন্য মুখিয়ে রয়েছেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version