উত্তরকন্যায় আজ ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের পাশে থেকেছেন সবসময়। এবারও বৃষ্টিপাতের কারণে পাহাড়-সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের প্রশাসনিক প্রধান। রবিবার বিকেলে বাঘাযতীন পার্ক ময়দানে পুলিশের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় উঠেছেন তিনি। সোমবার সকালে এখান থেকেই ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে আশাবাদী পাহাড়বাসী।

আরও পড়ুন:দিনহাটায় অভিষেকের জনসভা ঘিরে উন্মাদনা তুঙ্গে, চলছে শেষ পর্যায়ের কাজ

সোমবার উত্তরকন্যা থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা নিয়ে ভার্চুয়ালি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী । পাহাড়ের সঙ্গে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির কারণে অনেকটাই ক্ষতি হয়েছে। সেই বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে। একইভাবে আলিপুরদুয়ার জেলার উন্নয়ন ও একাধিক প্রকল্পের কাজ নিয়েও প্রশাসনিক বৈঠকে আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে জলপাইগুড়ি জেলার জেলাশাসক শিল্পী গৌরী সারিয়া জানিয়েছেন, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উন্নয়ন-সহ একাধিক প্রকল্পের বিষয়ে আলোচনা হবে। ক্ষয়ক্ষতির বিষয়ে ইতিমধ্যেই একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। তাতে প্রায় ১৯ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।  উত্তরকন্যা থেকে এই দুই জেলা নিয়ে ভার্চুয়ালি বৈঠকে থাকবেন জেলার বিভিন্ন দফতরের আধিকারিক, সমস্ত ব্লকের বিডিও এবং বিভিন্ন থানার ওসি, আইসি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলার চা-বাগানের নানা প্রকল্প ও সমস্যার বিষয়ে আলোচনা হতে পারে। দিনহাটা বিধানসভা উপনির্বাচনের প্রচার সেরে শিলিগুড়িতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলক চক্রবর্তী জানিয়েছেন, সোমবার বেলা আড়াইটে নাগাদ উত্তরকন্যায় প্রবেশ করবেন অভিষেক। বিকেল পাঁচটা নাগাদ উত্তরকন্যা থেকে বেরিয়ে সাড়ে পাঁচটায় কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি।
advt 19

Previous articleদিনহাটায় অভিষেকের জনসভা ঘিরে উন্মাদনা তুঙ্গে, চলছে শেষ পর্যায়ের কাজ
Next articleহৃদরোগে আক্রান্ত সুব্রত মুখোপাধ্যায়, SSKM-এর ICU-তে চিকিৎসাধীন বর্ষীয়ান মন্ত্রী