দূষণ এড়াতে কাঁথি হাসপাতাল চত্বরে ছড়ানো হল ব্লিচিং

গত কয়েক দিন টানা বৃষ্টির কারণে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর,ভগবানপুর সহ বিশাল এলাকা জল প্লাবিত হয়ে পড়েছে।জল জমেছে কাঁথি মহকুমা হাসপাতালেও। এর ফলে জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।জন্মাচ্ছে মশা-মাছিও।

আরও পড়ুন- ত্রিপুরায় পুরভোটের প্রার্থী তালিকা তৈরি শুরু তৃণমূলের, আজও দলে যোগ দিলেন শতাধিক

এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এলো লায়ন্স ক্লাব অব কন্টাই দারুয়া। রবিবার ছড়ানো হল ব্লিচিং । উপস্থিত ছিলেন কাঁথি মহাকুমার মৎস্যজীবী উন্নয়ন সমিতি সভাপতি ও লায়ন্স ক্লাবের সহ-সভাপতি লায়ন আমিন সোহেল, কাঁথি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য শেখ সুবল, কন্টাই লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সুস্মিতা মিশ্র, দারুয়া লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ফরিদ মল্লিক, সম্পাদক সেক আব্দুর রহমান মনি, মার্কেটিং চেয়ারম্যান লায়ন রজত দাস, কোষাধ্যক্ষ লায়ন দীপক দাস, প্রোগ্রাম কো-অর্ডিনেটর লায়ন আক্তার আলি খান, লায়ন মেহেদী আলী খান, লায়ন কাদের বিন রব প্রমুখ।

advt 19

 

Previous articleটি-২০ বিশ্বকাপে প্রথম ম‍্যাচে হার বিরাট বাহিনীর, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় বাবরদের
Next articleব্রেকফাস্ট নিউজ