Thursday, August 28, 2025

গোয়ায় তৃণমূলের কর্মসূচির অনুমতি বাতিল, ‘পিপলস চার্জশিট’ প্রকাশ সৌগত-বাবুলদের

Date:

চারদিন আগেই অনুষ্ঠানের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। তবে শেষ মুহূর্তে আইন-শৃংখলার কারণ দেখিয়ে তৃণমূলের(TMC) রাজনৈতিক কর্মসূচির অনুমতি বাতিল করে দিল গোয়ার(Goa) বিজেপি সরকার(BJP govt)। পুলিশের তরফে এদিন মাঝপথে বন্ধ করে দেওয়া হয় তৃণমূলের অনুষ্ঠান। এই পরিস্থিতিতে গোয়ার পাঞ্জিমের আজাদ ময়দানে সোমবার দুপুরে পিপলস চার্জশিট প্রকাশ করল তৃণমূল। যেখানে উপস্থিত ছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান তৃণমূল নেতা লুইজিনহো ফালেইরোর, সৌগত রায়, বাবুল সুপ্রিয়রা।

আর মাস তিনেক পরে গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিম উপকূলে নিজেদের শক্তি বৃদ্ধি করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। প্রশাসনের অনুমতি নিয়েই সোমবার গোয়াতে একগুচ্ছ কর্মসূচি ছিল তৃণমূলের। যদিও মাঝপথেই সেই অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ। এরপর আজাদ ময়দানে বসে পড়ে তৃণমূল নেতারা পিপলস চার্জশিট প্রকাশ করেন। এই চার্জশিটে বিজেপি সরকারের আমলে গোয়ার মানুষের নানা সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

যে সমস্ত বিষয়গুলি তৃণমূলের ওই পিপলস চার্জশিটে তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম হলো, গোয়ার প্রায় ২০ শতাংশ যুবক বেকার। গোয়ার সাধারন মানুষ এখানে নিজেরা বাড়ি কিনতে পারেন না যদিও সেখানে অন্যান্য রাজ্যের বহু মানুষ নিজেরা বাড়ি কিনে থাকেন। তৃণমূলের অভিযোগ ন্যাশনালাইজেশন অফ রিভারসের মাধ্যমে গোয়ার বর্তমান সরকার রাজ্যের নদীগুলির উপর থেকে মানুষের অধিকার কেড়ে নিয়ে তা দিল্লির হাতে তুলে দিয়েছে। মানুষের প্রয়োজনীয় চাহিদা, সামাজিক অন্যায় এবং ক্রাইমের নতুন হটস্পট হিসেবে গোয়ার উঠে আসা এবং মৎস্যজীবীদের সমস্যার কথাও তুলে ধরা হয়েছে এই চার্জশিটে।

এই চার্জশিট প্রকাশ অনুষ্ঠানে বাংলার সঙ্গে গোয়ার আত্মিক সম্পর্কের কথা তুলে ধরেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। তিনি বলেন, মাছ-ভাত ফুটবল সহ একাধিক বিষয়ে গোয়ার সঙ্গে বাংলার মিল রয়েছে। তিনি আরো জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ার মানুষের উন্নতির স্বার্থে কাজ করে চলবে তৃণমূল। পাশাপাশি অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে বিজেপি সরকারকে তোপ দেগে বাবুল বলেন, গোয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে বিজেপির আমলে। তৃণমূলের এই অনুষ্ঠানে জনসমাগম হবে বুঝতে পেরে অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দিয়েছে বিজেপি প্রশাসন। পাশাপাশি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার এবং গোয়াতে বিজেপির অপশাসনের বিরুদ্ধে গোয়ার রাস্তায় নেমে লড়াই করবেন তারা।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version