Saturday, November 15, 2025

প্রথম ওয়াটার এটিএম বসছে মালদহে, এবার কয়েন ফেললেই মিলবে জল

Date:

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে মালদহ জেলায় প্রথম ওয়াটার এটিএম বসছে। হবিবপুর ব্লক সদরের বুলবুলচণ্ডী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ওয়াটার এটিএম বসবে। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। পঞ্চায়েত জানিয়েছে, কয়েন ফেললেই মিলবে জল। তবে কত টাকার কয়েনের মাধ্যমে কত লিটার জল পাওয়া যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২ টাকার কয়েন ফেললে মিলবে ১ লিটার পরিস্রুত পানীয় জল। বুলবুলচণ্ডীতে এই ওয়াটার এটিএম বসানোর কাজকে সাধারণ মানুষ ও বিশেষ করে যাত্রীরা পঞ্চায়েতের এই সিদ্বান্তকে সাধুবাদ জানিয়েছেন। এছাড়াও সকলেই চাইছেন দ্রুত শুরু হোক কাজ। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান রাজীব দাগা বলেন, ওয়াটার এটিএম বসানোর পরিকল্পনা আমাদের অনেক দিন আগেই ছিল। এবার তা বাস্তবায়ন হচ্ছে। মালদহের মধ্যে প্রথম এই পঞ্চায়েতের উদ্যোগে এই মেশিন বসবে। এর আগে কোনও পঞ্চায়েতে এই কাজ হয়নি। সাড়ে এগারো লক্ষ টাকা এর জন্য বরাদ্দ হয়েছে। কিন্তু টাকা দিয়েই জল নিতে হবে। কেননা ইলেকট্রিক বিলের খরচ রয়েছে। সেই সঙ্গে দু-তিন জন কর্মীও নিয়োগ করতে হবে। স্থানীয় বাসিন্দাদের অভিমত, অনেক সময় অগভীর নলকূপ বিকল হয়ে যায়। হাহাকার হয় জলের। তাই এটিএম বসলে পরিস্রুত জল পাব। কারণ পানীয় জলের বোতল কিনতে অনেক টাকা খরচ হয়।

আরও পড়ুন- পাহাড়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে স্টিয়ারিং কমিটি গঠন: জানালেন মুখ্যমন্ত্রী

 

Related articles

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...
Exit mobile version