ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্স, জেনে নিন আবেদনের পদ্ধতি

ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটে ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে। কোর্সের সময়সীমা ২৬ সপ্তাহ। ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে বিই, বিটেক বা সমতুল যোগ্যতার প্রার্থীরা এই ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারেন। মোট আসনসংখ্যা ৬০। মেধাতালিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা।

www.nptidurgapur.com, www.npti.gov.in/npti_durgapur ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২০ নভেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। আবেদন সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে ০৩৪৩-২৫৪৬২৩৭, ৯৭৩৫১৫৫৬৫১ নম্বরে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফোন করে জানতে পারেন।

আরও পড়ুন- মার্চে মাধ্যমিক, এপ্রিলে উচ্চমাধ্যমিক! নবান্নর গ্রিন সিগন্যালের অপেক্ষায় পর্ষদ-সংসদ