Tuesday, November 4, 2025

বিজেপি বিরোধী নিয়ে সদিচ্ছার অভাব কংগ্রেসের, জাগো বাংলায় ফের তোপ তৃণমূলের

Date:

Share post:

ফের তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় কংগ্রেসকে আক্রমণ করে প্রতিবেদন। একাধিকবার বিজেপি বিরোধী জোট নিয়ে তৃণমূল ইঙ্গিত দিলেও, তা নিয়ে উচ্চবাচ্য করছে না কংগ্রেস। তৃণমূলের মুখপত্রে সম্পাদকীয় পাতার প্রতিবেদনে এমনটাই তুলে ধরা হয়েছে।

আজ, বৃহস্পতিবার জাগো বাংলার ওই প্রতিবেদনে সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে, বার বার বলা সত্ত্বেও বিজেপি বিরোধী জোট বা অবিজেপি দলগুলোকে এক ছাতার তলায় আনার কোনও সদিচ্ছাই দেখায়নি কংগ্রেস।

এমনকি, নীতি নিরধারনের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত স্টিয়ারিং কমিটি ও যৌথ কর্মসূচির লাইন তৈরির ক্ষেত্রেও কোনও পদক্ষেপ না করে নিজেদের শুধু টুইটেই সীমাবদ্ধ করে রেখেছে কংগ্রেস, এমনটাই দাবি করা হয়েছে জাগো বাংলাতে।

২০২৪ লোকসভা নির্বাচনের আগে মোদি ও বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে একছাতার তলায় নিয়ে এসে একটি বৃহত্তর জোট তৈরি করার কথা দীর্ঘদিন বলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু ঘুম ভাঙছে না কংগ্রেসের। নিজেদের দলের অন্দরের সমস্যা মেটাতেই বেশি ব্যস্ত সোনিয়া-রাহুল গান্ধীরা। শুধু তাই নয়, বিজেপিব কেন্দ্রের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে সেভাবে রাস্তায় নেমে আন্দোলনে ঝাঁজ বাড়াতে দেখা যায়নি কংগ্রেসকে। বরং বিজেপি বিরোধী লড়াইয়ে দেশজুড়ে অনেক বেশি ইতিবাচক ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে কংগ্রেসকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অন্য রাজ্যেও উল্কার গতিতে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল। আর কংগ্রেস যদি এভাবে উদাসীন হয়, সেক্ষেত্রে দীর্ঘদিন তৃণমূল অপেক্ষা করতে পারবে না।

এ প্রসঙ্গে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “২০১৪ এবং ২০১৯ সালে কংগ্রেস ডাহা ফেল করেছিল বলেই নরেন্দ্র মোদি এত সমর্থন নিয়ে সরকারে এসেছে। মমতা বধ্যোপাধ্যায় কংগ্রেসকে বাদ দিয়ে কোনও কিছু করার কথা বলেননি। অতীতের ফাঁকগুলিকে ভরাট করার কিছু প্রস্তাব দিয়েছিলেন। এখন যদি সেগুলির থেকে কোনও সাড়া না আসে, তাহলে যখন আসবে তখন আসবে। জোট বললেই তো হবে না। তিনি তো নির্দিষ্ট কিছু প্রস্তাবও দিয়েছিলেন যে জোটের একটা কাঠামো হবে, একটা স্টিয়ারিং কমিটি হবে। কেউ জোটের দরজা বন্ধ করছে না। জোটের দরজা খোলা থাকছে। কিন্তু তার মধ্যে তৃণমূল কংগ্রেস কি তার শক্তি বৃদ্ধি করবে না?”

আরও পড়ুন:রেশন দোকানেই মিলবে LPG সিলিন্ডার ও আর্থিক পরিষেবা, নয়া পরিকল্পনার পথে কেন্দ্র

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...