Thursday, August 21, 2025

কলকাতায় সেঞ্চুরি পার করল ডিজেল

Date:

Share post:

পেট্রোলের (Petrol Price) দাম আগেই একশ পার করেছে। বাকি ছিল ডিজেল (Diesel) । এবার কলকাতায় ডিজেলের (Diesel Price crossed century) দাম সেঞ্চুরি পার করল। যদিও কয়েকটি জেলায় ইতিমধ্যেই ডিজেলের দাম ১০০ পার করে ফেলেছে । ভারত পেট্রোলিয়ামের আজকের ডিজেলের দাম ১০০ টাকা ১৬ পয়সা। পেট্রোলের দাম ১০৮ টাকা ৮০ পয়সা।

জ্বালানির এই ক্রমাগত ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস অবস্থা উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত, সাধারণ খেটে খাওয়া মানুষ। জ্বালানির দাম বাড়তে থাকায় চড়চড়িয়ে বাড়ছে বাজারের প্রতিটি অত্যাবশ্যকীয় জিনিসের দাম । সবজি- চাল -ডাল -আটা- মাছ-মাংস সবই নাগালের বাইরে চলে যাচ্ছে। রোজকারের ডাল-ভাত জোটাতেই হিমসিম খাচ্ছেন ক্রেতারা। প্রবল ভোগান্তিতে ব্যবসায়ীরাও।

খুব স্বাভাবিক ভাবেই পকেটে টান সাধারণ মানুষের। এর আগে দেশের ইতিহাসে এই ভাবে রেকর্ড গতিতে জ্বালানির দাম বাড়েনি বলেই মত বিশ্লেষকদের। পুরুলিয়ার ঝালদায় ডিজেল ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। কলকাতা ও রাজ্যের অন্যত্র ১০০ টাকা । দেশের অন্তত ১২টি রাজ্যে ডিজেল অতিক্রম করেছে ১০০ টাকা। পেট্রল ১০০ টাকা পেরিয়েছে দেশের সব রাজ্যের রাজধানীতেই। আন্তর্জাতিক বাজারে এক বছরে দ্বিগুণ হয়েছে ব্যারেল প্রতি জ্বালানির দাম। যদিও বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনীতি চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে তেলের চাহিদা বাড়ছে। তার ফলেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম । অথচ অবাক কান্ড, দেশে তেলের দাম এইভাবে বাড়লেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও জ্বালানি তেলের উপর কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের মতে , যদি জ্বালানি তেলের উপর লিটার প্রতি ৫ টাকা এক্সসাইজ ডিউটি কমানোও হয় তাহলে তেলের বাড়তি দাম থেকে মাত্র ০.২০ শতাংশ কম হবে। যা এমনকিছু প্রভাব ফেলবে না বাড়তি দামে। প্রসঙ্গত ২০২০ সালে মার্চ থেকে ২০২১ এর মাঝামাঝি পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের এক্সসাইজ ডিউটি থেকে ৩.৩৫ কোটি টাকা আয় করেছে। সরকারের মতে এই আয় আরও বেশি হতে পারত কিন্তু লকডাউনের কারণে এই আয় কম হয়েছে।

advt 19

 

 

spot_img

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...