বিশ্বকাপ ফাইনাল দেখতে দুবাইয়ে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিরল ঘটনা। ভিনদেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল দেখতে ভারতের অঙ্গরাজ্যের কোনও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ নিশ্চিতভাবে বিরল। আর এই কাজটি করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দুবাইয়ে বিশ্বকাপ হলেও টুর্নামেন্টের আয়োজক ভারতীয় বোর্ড।

২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল ফাইনালে উপস্থিত থাকতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গিয়েও ছিলেন। ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী খেলাও দেখেছিলেন। ইডেনেও সৌরভের আমন্ত্রনে আন্তর্জাতিক ম্যাচ দেখেছেন।

কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী কি যাবেন? উত্তরবঙ্গ থেকে ফিরেই আজ গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণের খবর তাঁর মাথায় রয়েছে। গোয়া থেকে শনিবার ফেরার পর হয়তো এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সোমবারের পরেই এ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে। উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনাল ১৪ নভেম্বর।

আরও পড়ুন:ভর্তি হওয়ার দুদিন পরে স্বাস্থসাথী কার্ড দেখালেও দিতে হবে সুবিধা

Previous articleকলকাতায় সেঞ্চুরি পার করল ডিজেল
Next articleসকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় আকাশের মুখ ভার