বার্সায় অন্তর্বর্তীকালীন কোচ হলেন সের্গি বারজুয়ান

অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষণা করল এফসি বার্সেলোনা ( Fc Barcelona) । এফসি বার্সিলোনার বি দলের বর্তমান কোচ সের্গি বারজুয়ানকে ( Sergi Barjuan) বার্সেলোনার অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হল। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল বার্সা কতৃপক্ষ।

বুধবার লা-লিগায় রায়ো ভায়োকানোর কাছে হারের পর কোচ রোনাল্ড কোয়েম্যানকে বরখাস্ত করে এফসি বার্সিলোনা। আর এরপরেই জল্পনা তৈরি হয়, কে হতে চলেছেন বার্সিলোনার নয়া হেডস্যার? এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচের দিকেই হাটল বার্সেলোনা।

এদিকে এক বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রাক্তন বার্সা ফুটবলার জাভিকে মরশুম শেষ হতেই কোচ পদে আনতে চলেছে বার্সেলোনা। বর্তমানে আল সাদের দায়িত্বে রয়েছেন জাভি।

আরও পড়ুন:নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি শুরু বিরাট বাহিনীর