সকাল থেকেই কলকাতা ও আশপাশের এলাকায় আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তারই প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায় সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং ভোরের দিকে কুয়াশা থাকতে পারে বেশ কিছু ক জায়গায়।

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বুধবারের মতোই বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।
