Sunday, November 9, 2025

আফগানিস্তানকে হারিয়ে জয়ে হ‍্যাটট্রিক চাইছেন পাক কোচ সাকলিন মুস্তাক

Date:

শুক্রবার টি-২০ বিশ্বকাপে ( t-20 world) তৃতীয় ম‍্যাচে নামছ পাকিস্তান ( Pakistan)। প্রতিপক্ষ আফগানিস্তান (Afghanistan)। টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে পাকিস্তান। গ্রুপ ‘বি’-তে ভারত, নিউজিল্যান্ডের মতো দেশকে হারিয়ে এই মুহূর্তে কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছে বাবর আজমের দল। শুক্রবার দুবাইয়ে পাকিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান। যারা স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দাপটে বিশ্বকাপ অভিযান শুরু করেছে।

শুক্রবার আফগানরা বড় পরীক্ষার সামনে। বিশেষ করে আফগানিস্তানের ব্যাটাররা কীভাবে পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ সামলায়, তার উপর জাদরান, নবি, রশিদদের সাফল্য নির্ভর করবে। তবে আফগানিস্তান টি-২০ ফরম্যাটে এমন একটা দল যাদের হালকাভাবে নেওয়ার উপায় নেই। পাওয়ার হিটার ও বিশ্বমানের স্পিনারদের নিয়ে গড়া আফগানদের সমীহ করতেই হবে যে কোনও দলকে। হাজরাতুল্লাহ জাজাই, নাজিবুল্লাহ জাদরানদের পাওয়ার হিটিং ও রশিদ খান, মুজিবুর রহমানের মতো বিশ্বমানের স্পিনাররা আফগানিস্তান দলের ভারসাম্য বাড়িয়েছেন। বাবরদের বিরুদ্ধে তাই চমক দিতে তৈরি আফগান ব্রিগেড। তবে লড়াইটা মূলত আফগান ব্যাটারদের সঙ্গে পাক বোলারদের। শাহিন আফ্রিদি, হাসান হালি, হ্যারিস রউফের মতো পাক পেসাররা টুর্নামেন্টে ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। স্পিন বিভাগে শাদাব খান, ইমাদ ওয়াসিম ও অভিজ্ঞ মহম্মদ হাফিজ রয়েছেন।

আফগানিস্তান ম‍্যাচ নিয়ে পাকিস্তান কোচ সাকলিন মুস্তাক বলেন,”প্রথম দুটো ম্যাচে ছেলেরা মনপ্রাণ দিয়ে খেলেছে। যে আত্মবিশ্বাস প্রথম দুটো ম্যাচে জিতে আমরা অর্জন করেছি, সেটাকেই আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে। আফগানিস্তান শক্তিশালী দল। অনায়াসে জিতে যাব, এই ভাবনা আমাদের মধ্যে থাকাই উচিত নয়। ওদের বোলিং আক্রমণ অসামান্য, বিশেষত স্পিনাররা। এ ছাড়া ওরা যে ভাবে খুশি ব্যাটিং করছে, ভয়ডরহীন ক্রিকেট খেলে। এ ধরনের দল বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কোনও সময়।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version