Saturday, January 24, 2026

কড়া নিরাপত্তায় আর কিছুক্ষণের মধ্যে শুরু রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন

Date:

Share post:

আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন। যে চার কেন্দ্রে শনিবার উপনির্বাচন, তার মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনার খড়দহ, নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা। চার কেন্দ্রেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই চারটি কেন্দ্রে ৪-০ লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। অন্যদিকে মরিয়া বিজেপিও। আর কিছুক্ষণ পরেই শুরু হবে শনিবাসরীয় চার কেন্দ্রের উপনির্বাচন।

একনজরে উপনির্বাচনের চার কেন্দ্রের হাল হকিকত:-

দিনহাটা
গতবার নির্বাচনে জয়ী হলেও বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক বিধায়ক পদ গ্রহণ না করায় উপনির্বাচনের প্রয়োজন পড়ে এই কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বিধানসভা কেন্দ্রে ৪১৭ টি বুথ। বিধানসভা নির্বাচনে এই জেলার শীতলকুচিতে ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। ফলে এমন পরিস্থিতি যাতে পুনরায় তৈরি না হয় তার জন্য সর্তক প্রশাসন। চারটি কেন্দ্রের মধ্যে সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রে। নির্বাচন উপলক্ষে মোতায়েন থাকছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গতকাল থেকেই জোরকদমে চলেছে সেনা টহলদারি। এই কেন্দ্রে এবার তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে উদয়ন গুহকে। পাশাপাশি বিজেপি প্রার্থী হয়েছেন অশোক মন্ডল। ফরওয়ার্ড ব্লক থেকে দাঁড়িয়েছেন আবদুর রউফ।

খড়দহ
একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিং। যদিও ফল প্রকাশের আগেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। যার ফলে এই কেন্দ্রে এবার উপনির্বাচন হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, খড়দহ বিধানসভা কেন্দ্রে বুথের সংখ্যা ২৩৫ টি। অশান্তির আশঙ্কা করে এই কেন্দ্রের সমস্ত বুথেই স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করা হয়েছে প্রতিটি বুথেই থাকবেন একজন করে মাইক্রো অবজার্ভার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোট ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে খড়দহ বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্র এবার তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বি বিজেপি প্রার্থী বিজেপির জয় সাহা।

গোসাবা
প্রায় ২৭ হাজারেরও বেশি ভোটে অসম বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। করোনায় তাঁর মৃত্যুর পর আগামীকাল গোসাবা কেন্দ্রে উপনির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গোসাবা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৩৩০ টি। কোনরকম অশান্তি এড়াতে একেবারে কড়া নজরদারিতে এই কেন্দ্রে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মোট বুথের ৪৩ টিতে থাকছে সিসিটিভি ক্যামেরা। ৩০ টি বুথে থাকবেই ভিডিওগ্রাফির ব্যবস্থা, এবং ১৮৯ বুথ থেকে লাইভ সম্প্রচার হবে ভোটগ্রহণের। তৃণমূলের তরফে এই কেন্দ্র থেকে এবার প্রার্থী হয়েছেন সুব্রত মন্ডল অন্যদিকে এখানে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে পলাশ রানাকে।

শান্তিপুর
গতবার এই কেন্দ্র থেকে ১৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তবে তিনি সাংসদ পদ না ছাড়ায় উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে ওঠে এই কেন্দ্রে। ফলস্বরূপ রাজ্যের চারটি কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র শান্তিপুরও। কমিশন সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর বিধানসভা কেন্দ্রের ২৬৪ টি বুথে আগামীকাল চলবে ভোটগ্রহণপর্ব। যার মধ্যে বেশিরভাগ বুথকেই স্পর্শকাতর’ হিসেবে ঘোষণা করেছে কমিশন। কোনরকম অশান্তি এড়াতে ২২ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে এই কেন্দ্রে। তৃণমূলের তরফে এবার এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ব্রজকিশোর গোস্বামীকে। পাশাপাশি বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস, এছাড়াও সিপিএম ও কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন সৌমেন মাহাতো ও রাজু পাল।

আরও পড়ুন- বলিউডকে উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে যেতেই মাদকের গল্প তৈরি করেছে BJP, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

 

spot_img

Related articles

বাইপাসে দুর্ঘটনা, বেঙ্গল কেমিক্যালের সামনে লরির ধাক্কায় মৃত ১

ইএম বাইপাসে দুর্ঘটনা(accident in EM Bypass), উল্টোডাঙ্গা ব্রিজ থেকে নামার সময় বেঙ্গল কেমিক্যালের (Bengal chemical)কাছে বাইককে ধাক্কা মারে...

উইকেন্ডের সকালে ঠান্ডা-কুয়াশার যুগলবন্দি , রবিবার থেকেই শীতের বিদায় সফর শুরু!

হালকা শীতের আমেজে শুরু শনিবার সকাল। কলকাতায় তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে। আগামী ২৪ ঘণ্টায় (রবিবার থেকে) উষ্ণতার পারদ...

শ্রীনগরের ডাল লেকের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কিত পর্যটকরা

শনিবার সকালে শ্রীনগরে ডাল লেকের (Dal Lake, Srinagar) এক নম্বর ঘাটের পাশের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লাগার...

জলপথে যাতায়াতে গতি আনতে নতুন উদ্যোগ রাজ্যের, হুগলির বুকে আধুনিক যাত্রী টার্মিনাল

শহর ও শহরতলির রাস্তায় ক্রমবর্ধমান যানজটের চাপ কমাতে এবং অভ্যন্তরীণ জলপথ পরিবহণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে হুগলি নদীর...