ত্রিপুরায় বিজেপির লাগাতার সন্ত্রাস, সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

লাগাতার সন্ত্রাস। লুণ্ঠিত গণতন্ত্র। উদাসীন প্রশাসন। নীরব রাজ্যপাল। সব মিলিয়ে বিভীষিকা পরিস্থিতি ত্রিপুরায়। এবার ত্রিপুরার বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালতে মামলা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

শীর্ষ আদালতে আবেদনপত্রে মূলত দুটি বিষয়ের উল্লেখ করেছে তৃণমূল। যেখানে বলা হয়েছে, দলীয় নেতৃত্বের উপরে হামলার ঘটনায় প্রাক্তন বিচারপতির নেতৃত্বে তদন্তকারী দল গঠনের দাবি করা হয়েছে। হিংসার হাত থেকে তৃণমূল নেতা ও কর্মীদের বাঁচাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।

আরও পড়ুন- বলিউডকে উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে যেতেই মাদকের গল্প তৈরি করেছে BJP, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর

 

Previous articleবলিউডকে উত্তরপ্রদেশে সরিয়ে নিয়ে যেতেই মাদকের গল্প তৈরি করেছে BJP, দাবি মহারাষ্ট্রের মন্ত্রীর
Next articleকড়া নিরাপত্তায় আর কিছুক্ষণের মধ্যে শুরু রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচন