প্রশ্নের মুখে সংসদের নিরা.পত্তা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেবে I.N.D.I.A জোট!

আট দফা নিরাপত্তাবেষ্টনী টপকে যেভাবে ‘বাইরের লোক’ সংসদে (Parliament) প্রবেশ করে এত বড় কাণ্ড ঘটালো, তাতে প্রশ্ন উঠছে সংসদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যে ভবনে দেশের ভাগ্য নির্ধারিত হয় সেখানেই যদি সুরক্ষা বলয়ের ত্রুটি থাকে তাহলে দেশের মানুষ নিজেদের নিরাপদ করবেন কীভাবে? এই বিষয়টিকে মাথায় রেখে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর (Draupadi Murmu) দ্বারস্থ হতে চলেছে ইন্ডিয়া (I.N.D.I.A) জোট। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে স্মারকলিপি দেওয়ার ভাবনা চিন্তা করছে ইন্ডিয়া জোট। সংসদে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে রাষ্ট্রপতির থেকে সময় চাওয়া হবে ইন্ডিয়া জোটের তরফে। তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek o Brayen) জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টায় ইন্ডিয়া জোটের সংসদীয় নেতাদের বৈঠক হবে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ঘরে। জানা গিয়েছে, সেই বৈঠকেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে সংসদের উভয়কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিবৃতির দাবি জানাবে ইন্ডিয়া জোট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করারও ভাবনাচিন্তা চলছে।

ইতিমধ্যে বিষয়টি সম্পর্কে বিশদে জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুধবার দুপুরেও ইন্ডিয়া জোটের একদফা কৌশল বৈঠক হয়। সংসদে নিরাপত্তার প্রশ্নে একজোট ইন্ডিয়ার অন্তর্ভুক্ত দলগুলি। এমনকি নতুন সংসদ ভবনের অগ্নিনির্বাপক এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লি পুলিশের আধিকারিকরা বলেও জানা গিয়েছে। লোকসভার বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, “সাংবাদিকদের সংসদে ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ, বিজেপি সাংসদের দেওয়া পাস নিয়ে সাধারণ ব্যক্তিরা ঢুকে পড়ছেন সংসদ ভবনে।”

Previous articleUK-র সব বড় প্রকাশক আসছেন এবারের বইমেলায়
Next articleঅর্জুন পুরস্কার পেতে পারেন মহম্মদ শামি:সূত্র