Wednesday, May 7, 2025

শান্তিশৃঙ্খলা রুখতে কালীপুজোয় অটোয় চেপে নজরদারি চালাবে পুলিশ

Date:

আগামী বৃহস্পতিবার কালীপুজো। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিসর্জনের দিনও। ৫ নভেম্বর থেকে ৭ তারিখ বিসর্জনের দিন। শহরে মোট সর্বজনীন কালীপুজো হচ্ছে মোট ৩,২৬০টি।

কালীপুজোয় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে কোনওরকম বেয়াদপি যাতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় এর জন্য ৪ নভেম্বর থেকে পুলিশ মোতায়েন করা হবে। বিসর্জনের জন্য সব ঘাট, পুকুর, ঝিলে পুলিশ মোতায়েন করা হবে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। সেই সঙ্গে প্রতিমার গয়না পাহারার জন্য বাড়তি পুলিশও মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। কলকাতার ৪টি থানা এলাকার দায়িত্বে থাকছেন ২ জন ডিসি ও ৩ সহকারি কমিশনার। বাজি নিয়ে হাইকোর্টের আদেশ কার্যকর করতে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রত্যেক থানায় ৬ জন করে পুলিশকর্মী এই দায়িত্বে থাকবেন। বাজি ফাটছে কিনা নজর রাখবেন তাঁরা। বহুতল থেকেও নজরদারি চলবে।

কালীপুজোর দিন বিকেলে ৪টে থেকে নজরদারি শুরু হবে। গলি রাস্তাগুলিতে অটোয় করে টহল দেবে পুলিশবাহিনী। বাজি ফাটানো রুখতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে লালবাজার থেকে অ্যান্টি ক্রাইম টিম মোতায়েন হবে শহর জুড়ে। বাজি ফাটানো রুখতে প্রত্যেক ডিভিশনে স্পেশ্যাল ফোর্স মোতায়েন থাকবে। হাসপাতাল ও আশেপাশে বাজি যাতে না ফাটে তা নিয়ে নজরদারি করতে থাকবে আলাদা পুলিশবাহিনী। সঙ্গে পর্যাপ্ত ডিভিশনাল রিজার্ভ ফোর্সও থাকবে।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! এবার বাড়ি-বাড়ি গিয়ে টিকা দেওয়ার নির্দেশ রাজ্যের

 

Related articles

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...
Exit mobile version