Sunday, August 24, 2025

শান্তিশৃঙ্খলা রুখতে কালীপুজোয় অটোয় চেপে নজরদারি চালাবে পুলিশ

Date:

আগামী বৃহস্পতিবার কালীপুজো। রাজ্য সরকারের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিসর্জনের দিনও। ৫ নভেম্বর থেকে ৭ তারিখ বিসর্জনের দিন। শহরে মোট সর্বজনীন কালীপুজো হচ্ছে মোট ৩,২৬০টি।

কালীপুজোয় শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে কোনওরকম বেয়াদপি যাতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিভিন্ন জায়গায় এর জন্য ৪ নভেম্বর থেকে পুলিশ মোতায়েন করা হবে। বিসর্জনের জন্য সব ঘাট, পুকুর, ঝিলে পুলিশ মোতায়েন করা হবে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। সেই সঙ্গে প্রতিমার গয়না পাহারার জন্য বাড়তি পুলিশও মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। কলকাতার ৪টি থানা এলাকার দায়িত্বে থাকছেন ২ জন ডিসি ও ৩ সহকারি কমিশনার। বাজি নিয়ে হাইকোর্টের আদেশ কার্যকর করতে বিশেষ নজর রাখা হচ্ছে। প্রত্যেক থানায় ৬ জন করে পুলিশকর্মী এই দায়িত্বে থাকবেন। বাজি ফাটছে কিনা নজর রাখবেন তাঁরা। বহুতল থেকেও নজরদারি চলবে।

কালীপুজোর দিন বিকেলে ৪টে থেকে নজরদারি শুরু হবে। গলি রাস্তাগুলিতে অটোয় করে টহল দেবে পুলিশবাহিনী। বাজি ফাটানো রুখতে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের নেতৃত্বে লালবাজার থেকে অ্যান্টি ক্রাইম টিম মোতায়েন হবে শহর জুড়ে। বাজি ফাটানো রুখতে প্রত্যেক ডিভিশনে স্পেশ্যাল ফোর্স মোতায়েন থাকবে। হাসপাতাল ও আশেপাশে বাজি যাতে না ফাটে তা নিয়ে নজরদারি করতে থাকবে আলাদা পুলিশবাহিনী। সঙ্গে পর্যাপ্ত ডিভিশনাল রিজার্ভ ফোর্সও থাকবে।

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা! এবার বাড়ি-বাড়ি গিয়ে টিকা দেওয়ার নির্দেশ রাজ্যের

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version