Tuesday, August 26, 2025

আগরতলার সভা থেকে বিজেপিকে উৎখাতের ডাক শান্তনু-সুস্মিতা-সুবল-কুণালদের

Date:

Share post:

অভিষেকের সভা আটকাতে ষড়যন্ত্র কম হয়নি। তবে সব অপচেষ্টাকে ব্যর্থ করে হাইকোর্টে নির্দেশে ৫০০ জনের উপস্থিতিতে রবীন্দ্র ভবন সংলগ্ন রাস্তাতে সভা করার অনুমতি পেয়েছে তৃণমূল। তবে সেখানেও বাদ সেধেছে পুলিশ। জেলায় জেলায় তৃনমূলের কর্মী-সমর্থকদের সভামঞ্চে আসতে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফে। এরই প্রতিবাদে আগরতলায় সভামঞ্চে এদিন গর্জে উঠলেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক, কুণাল ঘোষরা। একই সঙ্গে মিথ্যাচার- গুন্ডারাজ চালানো বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিলেন তৃণমূল নেতৃত্বরা।

গত ৪ বছর ধরে ত্রিপুরা রাজ্যে অপশাসন চালানো বিপ্লব দেবের সরকারকে উৎখাতের ডাক দিয়ে তৃণমূল নেতা সুবল ভৌমিক বলেন, “এই লড়াই আপনার। শুধু আপনার নয়, ৪০ লক্ষ মানুষকে মুক্ত করতে আপনারা এসেছেন আজকের এই সভায়। বিপ্লব দেবের অপশাসনে রাজ্যে গণতন্ত্র নেই। এর আগে চারবার অভিষেকের সভা আটকাতে ষড়যন্ত্র করে গিয়েছে বিজেপি। আদালতের নির্দেশে অনুমতি পাওয়া গেলেও মানুষজনকে সভায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। বিপ্লব দেবের ষড়যন্ত্রকে বানচাল করে আমরা জয়ী হয়েছি। লড়াই শুরু হয়ে গিয়েছে এই লড়াই এবার সারা ভারতে ছড়িয়ে পড়বে। আগামী ২৩-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্য সরকার গড়বে তৃণমূল। কোন রক্তচক্ষু আমাদের আটকাতে পারবে না।

এছাড়াও এদিনের সভায় থেকে তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই রাজ্যের চূড়ান্ত অপশাসন চলছে ১০ হাজারের বেশি শিক্ষককে প্রতিশ্রুতি দিয়েও ছাটাই করে দিয়েছে এরা। অভিষেকের সভা আটকাতে একের পর এক ষড়যন্ত্র চালানো হচ্ছে প্রতিবাদ ১৪৪ ধারা। হয় এই প্রথমবার কোন সভা করতে রাতের বেলা ফোন করে জানাতে হচ্ছে লোক আনবেন না আপনারা। শুধু তাই নয় কংগ্রেস ও সিপিএমকে বার্তা দিয়ে তিনি আরো বলেন, বিজেপির বিরুদ্ধে যদি কোন শক্তি লড়তে পারে সেটা তৃণমূল। সিপিএমকে বলবো আপনারা মিছিল করুন মিটিং করুন কিন্তু ভোটটা তৃণমূলকে দিন। কংগ্রেসের কাছে আবেদন জানাচ্ছি বিপ্লব দেবকে উৎখাত করতে তৃণমূলকে ভোট দিন।

আরও পড়ুন:আগরতলায় অভিষেক, বিমানবন্দরেই স্বাগত জানালেন তৃণমূলের নেতা-কর্মীরা

পাশাপাশি এদিনের সভা থেকে সুস্মিতা দেব বলেন, এই সভাতে ১০ হাজার মানুষের আমন্ত্রণ ছিল। তবে ত্রিপুরা পুলিশ এমন পরিস্থিতি তৈরি করল যে লোক সংখ্যা কমাতে হল। পুলিশ যাদেরকে বাইরে আটকে দিয়েছে তাদের কাছে আমরা ক্ষমা চাইছি। চিন্তা করবেন না আবার সভা হবে বিপ্লব দেব আমাদের আটকাতে পারবেনা। এছাড়াও তিনি আরো বলেন, আমার মনে আছে ত্রিপুরাতে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল ওরা বলেছিল প্রতিটি বাড়িতে একজন করে চাকরি পাবে গ্রাজুয়েশন পর্যন্ত বিনামূল্যে শিক্ষা পাবে বাড়ির মেয়েরা তোর কোন প্রতিশ্রুতি পালন করেনি। ত্রিপুরার লড়াইয়ের ময়দানে সিপিএম কংগ্রেস নেই, আছে তৃণমূল। বিজেপির এই গুন্ডারাজ এর জবাব ত্রিপুরার মানুষ দেবে, ২৩ এর নির্বাচনে বিপ্লব দেবকে উৎখাত করে।

এদিনের মঞ্চ থেকে যুবনেতা সুদীপ রাহা বলেন, এই লড়াই ত্রিপুরার মাটি বাঁচানোর লড়াই পদ্মকে উপড়ে ফেলে দেওয়ার লড়াই। ২৩ শে ত্রিপুরাতে সেমিফাইনাল আর ২৪-শে দিল্লিতে ফাইনাল। বিজেপি দেশ ভক্তির কথা বলে, সত্যিই যদি ভারতমাতাকে এরা ভালোবাসতো তাহলে মায়ের গায়ের অলংকার রেল, এয়ার ইন্ডিয়ার মত সরকারি সংস্থাগুলিকে বিক্রি করতো না। মোদি-শাহ আসলে কুলাঙ্গার। এই রাজ্যে কোনরকম সাম্প্রদায়িক বিভাজন তৃণমূল করতে দেবেনা তৃণমূল। T- Temple, M- Mosque, C- Church।

কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানাতে ছাড়েননি তৃণমূল সাংসদ শান্তনু সেনও। তিনি বলেন, গোটা রাজ্যজুড়ে গুন্ডারাজ চলছে বিজেপির। তৃণমূল নেতৃত্বের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে। মেরে মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে পারে, কিন্তু চিকিৎসাটুকু দিতে পারে না এরা। আর একটা দল সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করছে। আপনাদের মন্ত্রী দক্ষিণেশ্বরে পুজো দিতে পারেন অথচ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গেলে তেরোবার হামলার শিকার হতে হয় অভিষেককে। আর বেশি দিনের অপেক্ষা নয় মানুষ বিপ্লব করে এই বিপ্লব দেবকে সরিয়ে দেবে।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...