Friday, November 14, 2025

ভাড়া বাড়েনি, অথচ ট্রেনে চড়লেই দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিতে হচ্ছে!! 

Date:

সরকারিভাবে ট্রেনের (Train Fare Hike) ভাড়া বাড়ানো হয়নি । এ নিয়ে কোনো ঘোষণাও হয়নি । কিন্তু দীর্ঘ পাঁচ- ছমাস মাস পর রবিবার থেকে ফের রাজ্যে ট্রেন চালু হতেই দেখা গেল অদ্ভুতভাবে রেল ভাড়া বেড়ে গিয়েছে । আর এই ভাড়া বৃদ্ধির কোনো সামঞ্জস্য নেই । ব্যাখ্যা নেই । উত্তর নেই। আর তাতেই যাত্রীদের মধ্যে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। যাত্রীদের একাংশের অভিযোগ, সোমবার থেকে এই সমস্যা শুরু হয়েছে।

যাত্রীদের অভিযোগ বর্ধমান থেকে রামপুরহাট বা আসানসোল পর্যন্ত ট্রেনের ভাড়া তিন গুণ বেড়েছে। বর্ধমান থেকে গুসকরা পর্যন্ত এত দিন ট্রেনভাড়া ছিল ১০ টাকা। সোমবার থেকে তা এক লাফে বেড়ে হয়েছে ৩০ টাকা। ঠিক তেমনই, বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত ভাড়া ছিল ১৫ টাকা। সেটি বেড়ে হয়েছে ৩৫ টাকা। স্বাভাবিকভাবেই রেলের এইটুকু লগি কাণ্ডের জেরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রীরা। এর ব্যাখ্যা হিসেবে রেলের তরফে অদ্ভুত যুক্তি দেওয়া হচ্ছে । বলা হচ্ছে করোনা অতিমারিতে যাতে ভিড় কম হয় তাই ট্রেনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী, প্যাসেঞ্জার ও মেমু ট্রেনে এখন থেকে মেল বা এক্সপ্রেস ট্রেনের অসংরক্ষিত টিকিটের ভাড়া নেওয়া হচ্ছে। কারণ, অতিমারি পরিস্থিতিতে প্যাসেঞ্জার এবং মেমু ট্রেন স্পেশাল হিসাবে চলছে। পাশাপাশি, ভিড় নিয়ন্ত্রণের জন্য এই বিশেষ ব্যবস্থা।’’

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version