Sunday, August 24, 2025

গড়িয়াহাট জোড়া খুন: বিয়ে করতে প্রেমিকার চাপ, টাকা জোগাড়ে অপরাধে সামিল অভিযুক্ত

Date:

“All’s fair in love and war”, অর্থাৎ “প্রেম ও যুদ্ধে সবই ন্যায্য”! প্রেমে পাগল, বিয়ের জন্য প্রেমিকার চাপ। সবমিলিয়ে টাকার দরকার। তাই খুন করতেও হাত কাঁপেনি। প্রেমিকাকে দ্রুত বিয়ের করার কথা জানিয়ে ছিল গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডের অন্যতম অভিযুক্ত শুভঙ্কর মণ্ডল। মূল অভিযুক্ত ভিকি হালদারের সঙ্গী শুভঙ্কর মণ্ডল। বিয়ে করার আগে টাকা জোগাড় করতেই কর্পোরেট কর্তা সুবীর চাকী ও তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলকে খুন করে লুঠপাটের ছকে সামিল মিল হয় শুভঙ্কর।

অন্যদিকে, পুলিশি জেরায় মূল অভিযুক্ত ভিকি হালদারের দাবি, তাঁর মায়ের কথাতেই খুন করেছে সে। মা তার হাতে তুলে দেয় ধারালো অস্ত্র। তাই বয়ান মেলাতে তদন্তকারীরা মা মিঠু হালদার ও ছেলে ভিকিকে মুখোমুখি বসিয়ে জেরাও করেন।

এদিকে, তদন্তে নেমে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে গোয়েন্দাদের সামনে ছবির মত উঠে এসেছে খুনের সময়কার চিত্র। কাঁকুলিয়া রোডের বাড়িটির ক্রেতা সেজে ঢোকার পর শুভঙ্কর মণ্ডল ও সঞ্জয় মণ্ডল তিনতলায় যায়। ভিকি, বাপি ও জাহির দোতলায় কথা বলছিল সুবীরবাবুর সঙ্গে। শুভঙ্কর ও সঞ্জয় রবীনবাবুকে খুনের সঙ্গে সঙ্গে তার ইঙ্গিত দেয়। তখন সুবীর চাকীর বুকের উপর চেপে তাঁকে খুন করে ভিকি। সাহায্য করে বাপি ও জাহির। ততক্ষণে শুভঙ্কর ও সঞ্জয় বেসিনে হাত ধুয়ে উপর থেকে নেমে আসে দোতলায়। কর্পোরেট কর্তাকে খুন করতে তারাও সাহায্য করে ভিকিদের।

জেরার মুখে ভিকির দাবি, সুবীরবাবুর কাছে অনেক টাকা ও গয়না আছে মনে করেই মা মিঠু ও সে গত সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা পুজোর পরই ডাকাতির ছক কষে। যেহেতু ভিকিকে সুবীরবাবু ও রবীনবাবু দু’জনই চিনতেন, তাই ধরা পড়ার ভয়ে তাঁদের খুনের ছকই কষা হয়।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version