রাজ্যের চার কেন্দ্র গোসাবা, দিনহাটা, শান্তিপুর এবং খড়দায় উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। রেকর্ড ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই হারের সাফাই দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এই জয়ের জন্য তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, এই জয় নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।চার কেন্দ্রের ফল প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া ছিল, ‘তৃণমূল একশো শতাংশ ভোট পেলেও অবাক হব না।’
গতকালের এই বক্তব্যের পর, বুধবা্র সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ রাজ্যের উপনির্বাচনের পরে পুরসভার নির্বাচনেও সন্ত্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন।বুধবার দিলীপ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গের অবস্থা চিনের মতো হয়ে যাবে। একটাই দল ভোটে দাঁড়াবে। তাকেই সবাই ভোট দেবে। বাকি দলের অস্তিত্ব মুছে দেওয়া হবে। এই ভাবেই উপনির্বাচন হয়েছে।’ প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দাবি উপনির্বাচনের ফল দিয়ে কিছু বোঝা যাবে না।সামনেই রয়েছে পুরভোট। এই নির্বাচনেও বিজেপি সব শক্তি দিয়ে লড়াই করবে বলেই জানিয়েছেন তিনি। তাঁর আশা ভোট ঠিকমতো হলে, পরিস্থিতি আলাদা হবে।
