Monday, November 10, 2025

নিয়ম মেনেই আজ কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো

Date:

নিয়ম মেনেই আজ কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হবে। সকালেই  দেবী সেজেছেন সাবেক গয়নায়।  সাবেক ধাঁচে বেনারসি পরানো হয়েছে মাকে। ভোর পাঁচটার দিকে খোলা হয়েছিল মন্দির।  ফের দুপুর ৩টেয় নাগাদ মন্দির খুলবে।  তারপর থেকে সারা রাত খোলা থাকবে ভক্তদের জন্য।
ভক্তের জোয়ারে সকাল থেকেই জনতার জোয়ার দক্ষিণেশ্বরে।  এবারও মন্দিরে প্রবেশের ব্যাপারে রয়েছে একাধিক কড়া নিয়ম।  দূরত্ববিধি থেকে শুরু করে সমস্ত নিয়মই মানা হচ্ছে কঠোর ভাবে।এছাড়া কোনও উপায় নেই বলে জানালেন ট্রাস্টির প্রধান কুশল চৌধুরী।
এদিন ভোর থেকেই মন্দির চত্বরের বাইরের অংশে ভক্তদের ভিড় উপচে পড়েছে।  গঙ্গার ঘাট থেকে শুরু করে নাট মন্দির ও চাতাল জুড়ে দেখা যায় ভক্তদের সমাগম।  করোনা আবহে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে ।  এবার মন্দিরে লাগানো জায়েন্ট স্ক্রিনে পুজো দেখা যাবে না।  মন্দিরের চাতালে একসঙ্গে ২০০ জনকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।  একসঙ্গে ১০ জনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  গঙ্গার ঘাটে স্নান করে সরাসরি মন্দিরে প্রবেশ করা যাচ্ছে না।
দক্ষিণেশ্বর মন্দির নিয়ে গোটা দেশের মানুষের আলাদাই আবেগ জড়িয়ে।  তাই কোভিড বিধি মেনেই সব কাজ হচ্ছে।  মন্দিরে প্রবেশের আগে ভক্তদের তাপমাত্রা পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে।  স্যানিটাইজার টানেল পেরিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার প্রসাদ দেওয়া হচ্ছে না। পুজো দেওয়া হয়ে গেলেই ছেড়ে দিতে হচ্ছে মন্দির চত্বর।  কোথাও কোনও ভক্তকে বসতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ ।  তবে কোভিড কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবার মায়ের পূজোয় মেতেছে দক্ষিণেশ্বর।

Related articles

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...

লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের গেটে ভয়াবহ বিস্ফোরণ, রাজধানী জুড়ে জারি হাই অ্যালার্ট

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির (Delhi) লালকেল্লা চত্বর। লালকেল্লা (Red Fort) কাছে মেট্রো স্টেশনের ১ নম্বর কাছে দাঁড়িয়ে...

রিচার নামে স্টেডিয়ামকে স্বাগত, ট্রোলিং নিয়ে সোজা সাপটা জবাব দিলেন সৌরভ

বিশ্বজয়ী ক্রিকেটার তথা উত্তরবঙ্গের ভূমিকন্যা রিচা ঘোষের(Rich Ghosh) নামে স্টেডিয়াম তৈরি হবে শিলিগুড়িতে। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক...

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...
Exit mobile version