Saturday, November 15, 2025

নিয়ম মেনেই আজ কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো

Date:

নিয়ম মেনেই আজ কালীপুজোর দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো হবে। সকালেই  দেবী সেজেছেন সাবেক গয়নায়।  সাবেক ধাঁচে বেনারসি পরানো হয়েছে মাকে। ভোর পাঁচটার দিকে খোলা হয়েছিল মন্দির।  ফের দুপুর ৩টেয় নাগাদ মন্দির খুলবে।  তারপর থেকে সারা রাত খোলা থাকবে ভক্তদের জন্য।
ভক্তের জোয়ারে সকাল থেকেই জনতার জোয়ার দক্ষিণেশ্বরে।  এবারও মন্দিরে প্রবেশের ব্যাপারে রয়েছে একাধিক কড়া নিয়ম।  দূরত্ববিধি থেকে শুরু করে সমস্ত নিয়মই মানা হচ্ছে কঠোর ভাবে।এছাড়া কোনও উপায় নেই বলে জানালেন ট্রাস্টির প্রধান কুশল চৌধুরী।
এদিন ভোর থেকেই মন্দির চত্বরের বাইরের অংশে ভক্তদের ভিড় উপচে পড়েছে।  গঙ্গার ঘাট থেকে শুরু করে নাট মন্দির ও চাতাল জুড়ে দেখা যায় ভক্তদের সমাগম।  করোনা আবহে সেই ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে ।  এবার মন্দিরে লাগানো জায়েন্ট স্ক্রিনে পুজো দেখা যাবে না।  মন্দিরের চাতালে একসঙ্গে ২০০ জনকে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।  একসঙ্গে ১০ জনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।  গঙ্গার ঘাটে স্নান করে সরাসরি মন্দিরে প্রবেশ করা যাচ্ছে না।
দক্ষিণেশ্বর মন্দির নিয়ে গোটা দেশের মানুষের আলাদাই আবেগ জড়িয়ে।  তাই কোভিড বিধি মেনেই সব কাজ হচ্ছে।  মন্দিরে প্রবেশের আগে ভক্তদের তাপমাত্রা পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে।  স্যানিটাইজার টানেল পেরিয়ে দর্শনার্থীদের প্রবেশ করতে হচ্ছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার প্রসাদ দেওয়া হচ্ছে না। পুজো দেওয়া হয়ে গেলেই ছেড়ে দিতে হচ্ছে মন্দির চত্বর।  কোথাও কোনও ভক্তকে বসতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ ।  তবে কোভিড কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবার মায়ের পূজোয় মেতেছে দক্ষিণেশ্বর।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version