Wednesday, May 7, 2025

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া

Date:

আফগানিস্তানের ( Afghanistan)বিরুদ্ধে টেস্ট ম‍্যাচ স্থগিত করল অস্ট্রেলিয়া( Australia। নভেম্বরের ২৭ তারিখ থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে এই টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে বাতিল করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজ স্থগিত করে দিল অস্ট্রেলিয়া। আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এই টেস্ট খেলবে না বলে জানিয়েছে। এই মাসেই ২৭ তারিখ থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে এই টেস্ট হওয়ার কথা ছিল। এটিই ছিল দুই দেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। কিন্তু শুক্রবার এক বিবৃতিতে এই টেস্ট আপাতত না খেলার কথা জানিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিন ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে “আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ স্থগিত রাখা হচ্ছে। তবে এই মরসুমে বিগ ব্যাশ লিগে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলবেন। আফগানিস্তান-সহ সারা বিশ্বে পুরুষ ও মহিলাদের ক্রিকেটের প্রতি সমান দায়বদ্ধ অস্ট্রেলিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই টেস্ট ম্যাচ স্থগিত রাখা উচিত।”

প্রথমে এই টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায়। চলতি বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। তারা সিদ্ধান্ত নেয়, সে দেশে মহিলাদের খেলাধুলোয় অংশ নিতে দেবে না । ক্রিকেট অস্ট্রেলিয়া এর তীব্র বিরোধিতা করে। গত মাসেই জানিয়ে দেওয়া হয়, এই সিদ্ধান্তের বদল না হলে তারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে না।

আরও পড়ুন:সুব্রত মুখোপাধ‍্যায়কে শ্রদ্ধা মোহনবাগানের, অর্ধনমিত থাকবে ক্লাবের পতাকা

Related articles

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

এটা বিভেদের সময় নয়। কাঁধে কাধ মিলিয়ে লড়াইয়ের সময়। আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে...

অপারেশন সিন্দুরের উত্তর দিতে দুঘণ্টার বৈঠক! জাতীয় পতাকায় দফন জঙ্গিদের

রাতের অন্ধকারে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে ভারতের অপারেশন সিন্দুর। ২৫ মিনিটে ২৪ মিসাইল ও ড্রোন হামলা সফলভাবে চালায়...

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। 'অপারেশন সিন্দুর'কে (Operation Sindur) তাই পহেলগাম...

ধরমশালা থেকে সরতে পারে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ

ভারত – পাকিস্তান(INDvPAK) অশান্তির জেরে এবার বদল হতে পারে আইপিএলের(IPL) ভেন্যুও। আগামী ১১ মে পঞ্জাব কিংস বনাম মুম্বই...
Exit mobile version