Thursday, August 28, 2025

গান স্যালুটে চিরবিদায় সুব্রতকে, কেওড়াতলায় শেষ শ্রদ্ধা জানালেন অভিষেক

Date:

Share post:

পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদন হয়ে বিধানসভা। সেখান থেকে বালিগঞ্জের বাড়ি, এভারগ্রিন ক্লাব। তারপর অগণিত মানুষের সঙ্গে শেষবারের মতো বালিগঞ্জের রাস্তায় মিছিল। তবে এবার তিনি আর মিছিলে পা মেলাতে পারলেন না। প্রথমে তাঁর নামের ব্যানার নিয়ে হাঁটলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুজিত বসু, সুদক্ষিণারা। আর প্রিয় নেতার শেষযাত্রায় পা মেলান অসংখ্য অনুগামী থেকে সাধারণ মানুষ। চিরবিদায় সুব্রত মুখোপাধ্যায়। পদযাত্রা যখন মাঝরাস্তায় তখনই কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপেক্ষা করছিলেন তিনি।

সুব্রত মুখোপাধ্যায়ের দেহ কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছনোর পরে তাতে তৃণমূলের পতাকা দিয়ে সম্মান জানানো হয়। তারপরে শেষ শ্রদ্ধা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন দেহের পাশে।

সুব্রত মুখোপাধ্যায়ের কয়েকজন আত্মীয়ও পৌঁছে যান মহাশ্মশানে। শ্রদ্ধা জানান তাঁরা। মাথায় হাত বুলিয়ে দেন সুব্রত মুখোপাধ্যায়ৈর বোন। ভাইফোঁটার আগের রাতেই বাড়ি ফেরার কথা ছিল সুব্রতর। বোনেদের পরিকল্পনা ছিল এবার বড় করে ভাইফোঁটা নয়, শুধুমাত্র বোনেরা গিয়ে দাদার কপালে ফোঁটা দিয়েই চলে আসবেন। পরে হবে খাওয়া-দাওয়া। সব পরিকল্পনা ইতি টেনে অনন্তলোকে পাড়ি দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ সুব্রত।

আরও পড়ুন:সন্ধ্যেয় চাউমিন খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন, তারপর সব শেষ: হাসপাতালে সুব্রতর শেষ সময়

গান স্যালুট তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এরপরে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসরা দেহ নিয়ে যান মহাশ্মশানের ভিতরে। সেখানেই শেষকৃত্য।

বঙ্গ রাজনীতির এক অধ্যায়ের সমাপ্তি। নিজের দল কিংবা বিরোধী- সবার একটাই কথা সুরসিক-চিরতরুণ ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। প্রত্যেকের সঙ্গে সু-সম্পর্ক। সহজভাবে মিশে যাওয়ার ক্ষমতা। এই সবে তাঁকে জনপ্রিয়তা করে তুলেছিল। শুক্রবার সন্ধেয় শেষ হল সেই বর্ণময়, চিরসবুজ ব্যক্তিত্বের।

 

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...