Wednesday, August 27, 2025

উনি দাদা আমি বোন, সম্পর্কের সেই সুতোটা আজ স্মৃতি হয়ে গেল: সুব্রতর প্রয়াণে শোকাহত মমতা

Date:

Share post:

দীপাবলির আলোর রোশনাইয়ের মাঝেই নিভে গেছে বঙ্গ রাজনীতির এক বর্ণনায় রাজনৈতিক চরিত্র সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukherjee)। তাঁর মৃত্যুতে শোকাহত শাসক-বিরোধী সকল রাজনৈতিক ব্যক্তিত্বরা। সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে অনেকটা ভাই-বোনের সম্পর্ক ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। অতীতের সেই সব কথা স্মরণ করে খানিক বিমর্ষ মমতা। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাদা সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর মধুর সম্পর্কের কথা স্মরণ করে কলম ধরেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি লেখেন:

কেন জানি না, বৃহস্পতিবার সকাল থেকে মনটা বড় অস্থির লাগছিল। ঠিক কী তা বুঝিনি, তবে ছোটখাটো বিভিন্ন ঘটনায় মনে হচ্ছিল, কোথাও বোধহয় কিছু গোলমাল হচ্ছে। শেষ পর্যন্ত সুব্রতদার মৃত্যুসংবাদ।

বাড়িতে তখন কালীপুজো চলছে। আর আমি ক্রমাগত খবর পাচ্ছি, সুব্রতদার অবস্থা খারাপ। আরও খারাপ। পুজোতেও মন বসাতে পারছিলাম না। শেষ খবর যখন এল, তখন হোম চলছে। আহুতি হয়ে যাওয়ামাত্র এক মুহূর্ত অপেক্ষা না করে হাসপাতালে ছুটলাম। তবে সুব্রতদার মুখোমুখি দাঁড়াতে পারিনি। তাঁকে ওই ভাবে দেখা আমার পক্ষে সম্ভব নয়। ছন্দবাণীবৌদিকে বুঝিয়ে বাড়ি পাঠালাম। জানি, এ শোকের সান্ত্বনা নেই। তবু এখন তো আর কিছু করার নেই।

সুব্রতদার অসুস্থতার খবর পেয়েছিলাম গোয়াতে। ফিরেই হাসপাতালে গিয়েছিলাম দেখতে। সুব্রতদা বললেন, ‘‘আমি একদম ঠিক আছি। প্রোগ্রাম দে। আমিও গোয়ায় যাব। আর যেখানে যেখানে যেতে হবে বলিস। শুয়ে থাকতে ভাল লাগছে না।’’ এমনই ছিল ওঁর জীবনীশক্তি। কথা বলতে ভাল লাগছে না। কিন্তু মনের মধ্যে কয়েক হাজার স্মৃতি ভিড় করে আসছে।

সুব্রত মুখোপাধ্যায় আমার কাছে রাজনীতির থেকেও বড় এক জন ‘দাদা’। যিনি সর্বদা আমাকে স্নেহের ছায়া দিয়েছেন। যখন যোগমায়া কলেজে ছাত্র ইউনিয়ন করি, সুব্রতদা তখন রাজ্যে অবিসংবাদী ছাত্র নেতা। ছাত্র পরিষদের সভাপতি। এক দিন ডেকে পাঠালেন। আমরা কয়েক জন গেলাম। উনি বললেন, ‘‘তোরা খুব ভাল কাজ করছিস। আমি জানি। চলে আয়। একসঙ্গে কাজ করব।’’ সেই শুরু।

১৯৮৪ সালে আমি যখন প্রথম লোকসভায় দাঁড়াই, তখনও প্রণবদার কাছে আমার নাম প্রথম করেছিলেন সুব্রতদাই। কারণ, প্রণবদা বলেছিলেন, যাদবপুরে একজন লড়াকু মেয়েকে প্রার্থী করতে চাইছেন রাজীব গান্ধী। আমি জানিও না, আমার নাম বলে দিয়েছিলেন সুব্রতদা। প্রণবদা জানতে চেয়েছিলেন, ও কি পারবে? শুনেছি, সুব্রতদা বলেছিলেন, পারলে, ও-ই পারবে
এতগুলো বছর ভালমন্দ, ঐক্য-বিরোধ সব কিছুর মধ্যে দিয়ে সুব্রতদার সঙ্গে আমার সম্পর্কের ভিত শক্ত হয়েছে। কখনও মনে হয়নি, আমি মুখ্যমন্ত্রী আর তিনি মন্ত্রী। সব সময় ভেবেছি, উনি দাদা। আমি বোন। ভুল হলে শিখিয়ে দেবেন। সেই সুতোটা আজ স্মৃতি হয়ে গেল। তাঁকে শত বার প্রণাম জানাই।

 

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...