রবীন্দ্রসদনে সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির বিরোধীরা

তারার দেশে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়। কালীপুজোর রাতে দীপ নিভিয়ে চলে গিয়েছেন সুব্রতবাবু। তার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া। রবীন্দ্রসদনে দল-মত-নির্বিশেষে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন বিরোধী দলের নেতারাও।

বৃহস্পতিবার রাত ৯টা ২২ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর আজ, শুক্রবার সকাল ১০টা নাগাদ মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্রসদনে। সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বিরোধী দলের নেতারা। এদিন কংগ্রেসের তরফে এসেছেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার, আশুতোষ চট্টোপাধ্যায়, প্রকাশ উপাধ্যায়। বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, নিশীথ প্রামানিক। এছাড়াও ছিলেন পিডিএস নেতা সমীর পুততুন্ড। সিপিএমের পক্ষ থেকে এসেছিলেন বিকাশ ভট্টাচার্য।

 

Previous articleসুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল
Next articleভাইফোঁটার আগেই চলে গেলেন প্রিয় দাদা, ভেঙে পড়লেন সুব্রতর দুই বোন