Sunday, November 16, 2025

ভূতে খুব ভয় পেতেন সুব্রত মুখোপাধ্যায়! মহাকরনে ভৌতিক ঘটনার সাক্ষীও ছিলেন

Date:

দক্ষ রাজনীতিবিদ হলেও ভূতে ভয় পেতেন। বড় বড় দায়িত্ব সাহসের সঙ্গে সামলে এসেছেন। কিন্তু সেই সুব্রত মুখোপাধ্যায়ের প্রচণ্ড ভূতের ভয় ছিল। ঘনিষ্ঠমহলে আবার নিজের ভূত দেখারও গল্প শুনিয়েছিলেন।

মহাকরণে একবার নাকি নিজের চোখে ভূত দেখেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তখন তিনি সিদ্ধার্থশঙ্কর রায়ের মন্ত্রিসভায় একেবারে তরুণ সদস্য। দেশে জরুরি অবস্থা চলছে। তখন প্রত্যেক সংবাদপত্রকে পাতা তৈরি করে তা ছাপতে দেওয়ার আগে সরকারি প্রতিনিধিকে তা দেখিয়ে তাতে সরকারি ছাপ্পা লাগানো ছিল একেবারে বাধ্যতামূলক। সেই ছাড়পত্র দিতেন খোদ মন্ত্রী ও অফিসারেরা।

প্রতিদিনের অফিসের কাজ সেরে বাড়ি ফিরতেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তারপর খাবার খেয়ে আবার মহাকরণে, নিজের তিনতলার অফিসে। ঘনিষ্ঠমহলে সুব্রতবাবুর থেকে শোনা, ভিআইপি লিফটে করে একদিন তিনি তিনতলায় উঠে ছিলেন। লিফট থেকে বেরিয়েই টানা অলিন্দ। সেখানে পুলিশ আধিকারকরা থাকেন। স্বাভাবিকভাবে কোনও মন্ত্রী যাতায়াত করলে তাঁকে স্যালুট করেন। সেই মতোই লিফট থেকে এক পুলিশকে দেখেন সুব্রতবাবু। তখনই চক্ষু চড়কগাছ তাঁর। দেখেন, মাটি থেকে ফুট খানেক ওপরে ভাসছেন ওই কনস্টেবল। কার্যত হাওয়ায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। তা দেখেই তড়িঘড়ি নিজের ঘরে ঢুকে যান সুব্রতবাবু। মন্ত্রী ডাক দেন সেন্ট্রাল গেটের পুলিশ অফিসারদের। তারপর জানতে পারেন, সেই দিন তিনতলায় কোনও আধিকারিকদের পোস্টিং দেওয়া হয়নি। তারপর থেকে আর রাতে মহাকরণে আসেননি তিনি। এটাই শেষ নয় নিজের আরও অনেক ভূতের কাহিনী ঘনিষ্ঠমহলে শুনিয়েছিলেন তিনি। আর সেই ভূতের গল্প শোনা হবে না, এটাই ভেবে আক্ষেপ করছেন সকলেই।

আরও পড়ুন- গান স্যালুটে চিরবিদায় সুব্রতকে, কেওড়াতলায় শেষ শ্রদ্ধা জানালেন অভিষেক

 

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version