Saturday, November 29, 2025

ডিসেম্বরে বন্ধ হচ্ছে কেন্দ্রের বিনামূল্যে রেশন, রাজ্যে অবশ্য চালু রাখছে মমতা সরকার

Date:

Share post:

করোনা ও লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে রেশন(Free ration) চালু করেছিল কেন্দ্র(Central)। তবে লকডাউন পর্ব মিটতেই এবার সেই রেশন বন্ধ করার পথে হাঁটতে চলেছে মোদি সরকার(Modi government)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের আর্থিক পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই ভালো তাই বিনামূল্যে রেশন দেওয়ার প্রয়োজনীয়তা আর নেই। ফলস্বরূপ এবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা বন্ধের পথে হাঁটা হবে।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রের খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানান, ৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের কাছে কোনও প্রস্তাব নেই। বিনামূল্যে রেশন বিতরণের প্রস্তাব কেন্দ্রের কাছে নতুন করে আর আসেনি। তিনি বলেন, দেশে অর্থনৈতিক পুনরুদ্ধার ভালভাবেই হচ্ছে। তাছাড়া আমাদের ওএমএসএস নীতিতে এবার খোলাবাজারে খাদ্যশস্য বিক্রিও ভাল হয়েছে। ফলস্বরূপ, প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর কোনও প্রস্তাব আমাদের কাছে নেই। তবে কেন্দ্রীয় সরকারের প্রকল্প বন্ধ করলেও পশ্চিমবঙ্গ সরকার অবশ্য পূর্বের মতোই বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালু রাখছে।

উল্লেখ্য, লকডাউন পরিস্থিতিতে গত বছরের মার্চ মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাৎ চালু করে কেন্দ্রীয় সরকার। পরবর্তীকালে ৩০ নভেম্বর পর্যন্ত সেই মেয়াদ আরও বাড়ানো হয়। তবে এবার সেই প্রকল্প বন্ধ করার পথে হাঁটতে চলেছে সরকার। যদিও কেন্দ্র প্রকল্প বন্ধ করলেও দুয়ারে রেশনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্প চালু থাকছে।

 

spot_img

Related articles

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...