Thursday, August 21, 2025

কালীপুজোর পর থেকেই শীতের আমেজ অনুভব করছিল রাজ্যবাসী। তবে প্রতিপদের পর থেকে তা আরও কমতে শুরু করেছে। ভোরের দিকে হালকা কুঁয়াশা থাকলেও রাতের হিমেল বাতাস জানান দিচ্ছে লেপ,কম্বল নামানোর দিন এসেছে। রবিবার তাপমাত্রা আরও কমেছে। আজ বাংলা-সহ গোটা পূর্ব ভারতে উত্তর-পশ্চিম শীতল হাওয়ার দাপটে   তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। যার প্রভাবে রাজ্যে রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:বিরিয়ানি বিক্রেতাকে হুমকি হিন্দুত্ববাদীর! দিল্লিতে দোকান বন্ধ করল ব্যবসায়ী

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েকদিন এমন আবহাওয়াই অনুভূত হবে। পাশাপাশি রাতের তাপমাত্রা আরও খানিকটা নামার প্রবণতা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে। আগামী কয়েকদিন একইরকম আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। রবিবার প্সহচিমের জেলাগুলিতে ইতিমধ্যেই তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে রয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা ১৯ ডিগ্রির নীচে।শ্রীনিকেতনে তাপমাত্রা ১৭ ডিগ্রি। আগামী সপ্তাহজুড়েও একইরকম পরিস্থিতি থাকবে।

আরও পড়ুন:শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ১৯ নভেম্বর

এদিকে উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। একলাফে আজ দার্জিলিঙে তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে।  মঙ্গলবারের পর থেকে পর থেকে একটু একটু কমছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। রাতের তাপমাত্রার ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টায় যেমন ছিল কম বেশি তেমনটা থাকলেও এর পর থেকে দু’ থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রা।

আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হবে। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও রাতে তাপমাত্রা অনেকটাই কমবে। এদিন কলকাতায় বেলার দিকে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে সর্বোচ্চ পরিমাণে ৯৪ শতাংশ। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version