ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৪৭৭ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৬০,৫৪৫.৬১ (⬆️ ০.৮০%)

🔹নিফটি ১৮,০৬৮.৫৫ (⬆️ ০.৮৫%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। সোমবার ৪৭৭ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৫১ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে উৎসব মরসুমে মাঝে ৪৭৭ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৭৭.৯৯ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,৫৪৫.৬১। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৫১.৭৫ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,০৬৮.৫৫।

Previous articleসম্ভবত ২৯ নভেম্বর শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন
Next article৩৩ সদস্যের দল ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল