Sunday, November 16, 2025

সুব্রতদাকে মিস করছি, চিরকাল এভারগ্রিন মানুষ: বিশ্ববাংলা শারদ সম্মান মঞ্চে শোকপ্রকাশ মমতার

Date:

কালীপুজোর পরের দিন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। দীপাবলির রাতে এলো তাঁর মৃত্যু সংবাদ। দীর্ঘদিনের সহযোদ্ধা’ সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee ) প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রতিবারের মতো এবারও বিশ্ববাংলা শারদ সম্মানের আয়োজন করেছে রাজ্য সরকার। সোমবারেই অনুষ্ঠান হয় বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। সেখানেই মমতা বলেন, “সুব্রতদাকে আজ খুব মিস করছি”।

বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিভিন্ন পুজো উদ্যোক্তাদের বিভিন্ন বিভাগে শারদ সম্মান প্রদান করা হয়। মোট ৪৫০-এর বেশি ক্লাবের হাতে এদিন পুরস্কার তুলে দেওয়া হয়। সেরার সেরা পুরস্কার বাগবাজার সর্বজনীন ও সমাজসেবীকে দেন মমতা মুখ্যমন্ত্রী। এরপরেই বলেন, “আমার আজকে সবচেয়ে খারাপ লাগছে, আমি আজ খুব সুব্রতদাকে মিস করছি। হয়তো আজ এখানে অনেকেই উপস্থিত আছেন, কিন্তু যে মানুষটা সবসময় উপস্থিত থাকতেন” এরপরই মুখ্যমন্ত্রী বলেন সুব্রত মুখোপাধ্যায় মৃত্যুসংবাদ শুনে তাঁর মনে হচ্ছে, এভারগ্রিন এবার কার হাতে যাবে? “চিরকাল এভারগ্রিন মানুষটা”

আরও পড়ুন:আগামী বছর ফের রাজ্যে “বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন”

নষ্টালজিক হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। বলেন, প্রতিবার পুজোর সময় ১৫ দিন আগে থেকে তাঁর সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের প্রায় ঝগড়া বেধে যেত। কারণ তার পুজো উৎপাদনে আসতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, “পুজোর পনেরদিন আগে থেকে আমার সঙ্গে ঝগড়া করত প্রায়। কিরে কবে দিবি ডেট? তোকে কিন্তু স্তোত্রটা একবার বলতে হবে। আমি মাঝে মাঝে বলতাম, সুব্রতদা আপনি তো থিম করেন না। সুব্রতদা বলতেন, আমি থিম করি না রে, আমি সাবেকি পুজো করি।”

সুব্রত মুখোপাধ্যায় আকস্মিক মৃত্যু নিয়ে তৃণমূল নেত্রী বলেন, “সুব্রতদার এখনও যাওয়ার সময় হয়নি। ভালো থাকতে থাকতে হঠাৎ করে চলে গেলেন। এই শোকটা আমরা মেনে নিতে পারছি না।”

দীর্ঘদিন রাজনীতির ময়দানে তাঁরা সহযোদ্ধা। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে মমতা বলেছিলেন, “আমি সুব্রত দার ওই চেহারা দেখতে পারব না”। নিজের বাড়ির ভাইফোঁটার অনুষ্ঠানও বাতিল করেন মুখ্যমন্ত্রী। তিনি যে এখনও শোক কাটিয়ে উঠতে পারেননি এদিনের মন্তব্যই আবার তা প্রমাণ করল।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version