Thursday, August 21, 2025

মমতাই প্রথম বুঝেছিলেন নোটবন্দির ভয়াবহ দিক: কালো দিনের বর্ষপূর্তিতে টুইট ডেরেকের

Date:

৫ বছর আগে ঠিক আজকের দিনে অতর্কিতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে গোটা দেশকে দুর্ভোগের চূড়ান্ত জায়গায় পৌঁছে দিয়েছিল মোদি সরকার। নোটবন্দির(demonetisation) সেই ভয়াবহ জের চলছিল বেশ কিছু বছর ধরে। অর্থনৈতিক ক্ষেত্রেও শুরু হয়েছিল প্রচুর সমস্যা। তবে এমনটা যে হবে তা শুরুতেই বুঝতে পেরেছিলেন মমতা, সোমবার নোটবন্দির ৫ বছর পূর্তিতে এমনটাই দাবি করলেন তৃণমূলের(TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন(Derek O’Brien)।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীতের সেই টুইটের স্ক্রিনশট তুলে ধরে এদিন মোদি সরকারকে তোপ দাগার পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করেন ডেরেক ও’ব্রায়েন। টুইটারে তিনি লেখেন, “মোদী সরকারের বিমুদ্রাকরণের সিদ্ধান্তের কঠোরতম বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী হতে চলেছে আগামী দিনে সেদিকেও ইঙ্গিত করেছিলেন।” প্রসঙ্গত, টুইটে দেখা যায় যে, নোটবন্দির সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রীর উদ্দেশে বাংলার মুখ্যমন্ত্রী লিখেছিলেন, কালো টাকা ও দুর্নীতির চূড়ান্ত বিরোধী আমিও। কিন্তু এই সিদ্ধান্তের ফলে ছোট ব্যবসায়ী ও সাধারন মানুষ ভয়াবহ সমস্যার সম্মুখীন হবে। তারা কিভাবে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন? তাই নয় এটা দেশের অর্থনীতির জন্য এক চূড়ান্ত বিপর্যয় বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি সরাসরি মোদিকে তোপ দেগে তিনি আরো লিখেছিলেন, বিদেশ থেকে কালো টাকা দেশে আনার যে প্রতিশ্রুতি মোদী দিয়েছিলেন তা করতে পারেননি। নিজের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করেছিলেন মোদী।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version