Thursday, August 21, 2025

গোয়েন্দা বিভাগকে চাঙ্গা করতে আরও ২১৬টি স্নিফার ডগ কিনতে উদ্যোগী রাজ্য পুলিশ

Date:

প্রযুক্তি বিকল হলেও গোয়েন্দা বিভাগে বড় ভূমিকা পালন করে স্নিফার ডগ। সম্প্রতি গড়িয়াহাটের জোড়া খুন তদন্তেও সেই নজির মিলেছে।  গোয়েন্দারা যখন হার মানতে বাধ্য হয়, তখনই  কাজ শুরু করে স্নিফার ডগ। তবে শুধুমাত্র কলকাতা পুলিশ ও তার আশপাশের কমিশনারেটে থাকলেও রাজ্যের একাধিক জেলায় এই স্নিফার ডগের অভাব রয়েছে।  তবে বিভিন্ন ক্ষেত্রে এই স্নিফার ডগের প্রয়োজন দেখা দেয়। তাই জেলাতেও একাধিক জায়গায় এবার পৃথক ডগ স্কোয়াড গড়তে চায় রাজ্য পুলিশ। সেই মর্মে দক্ষ কুকুর কিনতে বিজ্ঞাপন দিয়েছে রাজ্য পুলিশ। রাজ্যজুড়ে মোট ২১৬টি কুকুর কেনার প্রস্তাব দিয়েছে রাজ্য পুলিশ।জানা গিয়েছে, প্রতিটি জেলাতেই কুকুরের ‘কেনেল’ বা আস্তানা তৈরি করা হবে। সম্প্রতি রাজ্য পুলিশের তরফে এই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। উৎসবের মরসুম কাটতেই কুকুর কেনার অনুমতি মিলবে বলে খবর।

 

আরও পড়ুন:কড়া নাড়ছে শীত!পরিযায়ী পাখিদের চোরাশিকারিদের কবল থেকে বাঁচাতে উদ্যোগী পশুপ্রেমীরা

ভবানী ভবনের তরফে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে, কমিশনারেট, জেলা পুলিশ ও রেল পুলিশ মিলিয়ে ৩৮টি জায়গায় ডগ স্কোয়াড তৈরি করা হবে। প্রতিটি ডগ স্কোয়াডে থাকবে চারটি সারমেয়। তাদের মধ্যে দু’টি হবে ‘ক্রাইম ট্র্যাকার’, অন্য দু’টি হবে ‘স্নিফার’। বেশি সারমেয় দেওয়া হবে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে। কারণ ইদানীংকালে মাদক ও নেশার সামগ্রী উত্তরবঙ্গের করিডর দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। তাই সেই পাচার আটকাতে দক্ষ সন্ধানী কুকুর। প্রত্যেকটি ডগ স্কোয়াডে থাকবেন একজন করে পশু চিকিৎসক।

ভবানী ভবন সূত্রের খবর, আপাতত রাজ্য পুলিশের হাতে ৬০টি কুকুর আছে। তাদের মধ্যে ১০টি থাকে ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ ট্রেনিং সেন্টারে। অন্য কুকুরগুলি আছে বিভিন্ন জেলা, পুলিশ কমিশনারেট এবং রেল পুলিশের হাতে। কোনও জায়গায় দু’টির বেশি কুকুর নেই। নবান্ন প্রস্তাবে সম্মতি দিলে প্রত্যেক জায়গাতেই চার-পাঁচটি কুকুর থাকবে। এতে তদন্তে সুবিধা হবে। মূলত এক থেকে দু’মাসের কুকুরদের ট্রেনিং দিয়ে নিজস্ব ইউনিটে পাঠানো হয়। সেখানেই থাকবে ও তদন্তে সহযোগিতা করবে। পাবে বেতন, যা কুকুরের দেখভালের জন্য ব্যবহার হয়। তবে ল্যাব্রাডার ও জার্মান শেফার্ড গোত্রের কুকুরদের ঘ্রাণশক্তি প্রবল। যা তদন্তে সহযোগিতা করতে পারে।

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version