Saturday, December 27, 2025

মহারাষ্ট্রের মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দেবেন্দ্র ফড়নবিশের

Date:

Share post:

আগেই বলেছিলেন, দীপাবলির পর বড়সড় ‘ধামাকা’ ঘটাতে চলেছেন তিনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সে কথাই রাখলেন বলেও দাবি করলেন দেবেন্দ্র ফড়নবিশ।

শাহরুখ পুত্র আরিয়ানের গ্রেফতারি নিয়ে রাজনীতির ময়দানে লড়াই শুরু হয়েছে বিজেপি ও এনসিপির। আরিয়ানের গ্রেফতারির পর এই মামলার তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে প্রথম দিন থেকেই একের পর এক তোপ দেগেছেন এনসিপি নেতা তথা রাজ্যের মন্ত্রী নবাব মালিক। মঙ্গলবার নবাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘মুম্বই বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিলেন নবাব মালিক’।

মঙ্গলবার মুম্বইয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন দেবেন্দ্র। সেখানেই তিনি বলেন, মুম্বই হামলার সঙ্গে যোগাযোগ রয়েছে নবাব মালিকের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, ২০০৫ সালে মুম্বই বিস্ফোরণের ঘটনায় এক অভিযুক্তের কাছ থেকে শহরের প্রাণকেন্দ্রে কম দামে জমি কিনেছিলেন নবাব। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি অভিযুক্তকে বিস্ফোরণের ঘটনার সব অভিযোগ থেকে আড়াল করবেন এই প্রতিশ্রুতি দিয়েই ওই জমি নিজের নামে করে নিয়েছিলেন নবাব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ সামনে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়েছে।

দেবেন্দ্রর ওই বক্তব্য প্রসঙ্গে নবাব এদিন বলেছেন, আমি কালকেই ওকে সব বুঝিয়ে দেব। আগামী বুধবার আমি হাইড্রোজেন বোমা ফেলবো। মুখ্যমন্ত্রীর কুর্সিতে থেকে দেবেন্দ্র কী কী করেছেন বা করেননি সবই আমি কাল সামনে আনবো। তবে দেবেন্দ্রর অভিযোগ প্রসঙ্গে জানতে চাওয়া হলে নবাব বলেন, বিজেপি এখন মানুষের দৃষ্টি ঘোরাতে প্রতিদিন নিত্যনতুন গল্প বলছে। দুদিন আগে তারা মাঠে নামিয়ে ছিল মোহিত কম্বোজকে। আজ তারা নামিয়েছে দেবেন্দ্রকে। তবে এত করেও শেষ রক্ষা হবে না। এবার হয়তো বিজেপিকে আমাদের বিরুদ্ধে বলার জন্য দিল্লি থেকে নেতাদের আনতে হবে।

একইসঙ্গে এনসিপি নেতা হুমকির সুরে বলেন, কাল আমি সব জিনিসপত্র সঙ্গে নিয়ে আসবো। তারপর সকলে বুঝবে দেবেন্দ্র ফড়নবিশ কি বস্তু!

অন্যদিকে রাজনৈতিক মহল মনে করছে, গত কয়েকদিন ধরেই মাদককাণ্ডে আরিয়ানের নাম ক্রমশ পিছনে চলে গিয়েছে। পরিবর্তে শুরু হয়েছে বিজেপি-এনসিপির রাজনৈতিক কাজিয়া। যার অঙ্গ হিসেবে প্রতিদিনই এই দুই দল একে অন্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে। তবে রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজ্যবাসী সকলেই এখন তাকিয়ে আছেন বুধবারের দিকে। ওই দিন নবাবের হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটলে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকেই সকলের কৌতুহল রয়েছে।

আরও পড়ুন- স্পুটনিক-ভি ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারীদের শংসাপত্র পেতে PIL দায়ের চিকিৎসকের

 

spot_img

Related articles

৩৫-এ হৃদরোগ! চলে গেলেন মোহনবাগানের সুখেন

মাত্র ৩৫ বছরেই প্রয়াত হলেন মোহানবাগানের প্রাক্তন ডিফেন্ডার সুখেন দে। কলকাতা ফুটবলের পরিচিত মুখ সুখেন শুক্রবারও তাঁর কর্মক্ষেত্রে...

‘এরা বিজেপি নয়’! চিকেন প্যাটিস-কাণ্ডে শুভেন্দুর বরণ করা হামলাকারীদের তোপ অভিজিতের

ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে...

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...