স্পুটনিক-ভি ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণকারীদের শংসাপত্র পেতে PIL দায়ের চিকিৎসকের

স্পুটনিক ভি ভ্যাকসিন (Sputnik v Vaccine) ট্রায়ালে অংশগ্রহণকারীদের শংসাপত্র পেতে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন ডা: শুভ্রজিৎ ভৌমিক (Subhrajyoti Bhowmik)। গত বছর ডিসেম্বর থেকে এবছর জুলাই পর্যন্ত ভারতে এর ক্লিনিকাল ট্রায়াল হয়। অংশগ্রহণ করেন অনেকে। তাঁদের থেকে পাওয়া কার্যকারিতা এবং সুরক্ষা ডেটার ভিত্তিতে স্পুটিনিক ভি-কে জরুরি ভ্যাকসিন হিসাবে অনুমোদন দেওয়া হয়। লক্ষ লক্ষ ভারতীয় স্পুটিনিক ভি ভ্যাকসিন পেয়েছেন। তাারা কোউইন (Cowin) অ্যাপ থেকে এর শংসাপত্র পেয়েছেন। শুধুমাত্র রাজ্যের অংশগ্রহণকারীরা কোনও শংসাপত্র পাননি বলে অভিযোগ।

ফলে যাঁরা বিমানে যাতায়াত করেন বা কোন সরকারি জায়গায় কাজে যান, সেইসব অংশগ্রহণকারীরা সমস্যায় পড়ছেন। কারণ তারা টিকার শংসাপত্র দেখাতে পারছেন না। কলকাতায় ৫০ জন অংশগ্রহণকারীর হয়ে এর আগেও কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছেন শুভ্রজ্যোতি ভৌমিক। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন তিনি।

আরও পড়ুন- জগদ্ধাত্রী পুজোয় রাতের বিধিনিষেধে ছাড় ঘোষণা রাজ্যের

 

Previous articleসুব্রতদা পর্ব ২ : সুব্রতদার কথা শুনে তখন মাথায় বাজ!
Next articleতৃণমূল কংগ্রেসে ব্যাপক যোগদান পশ্চিম বর্ধমানে