Tuesday, August 26, 2025

লখিমপুর কাণ্ড: কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিস মিশ্রের বন্দুক থেকেই চলেছিল গুলি,ফরেন্সিক রিপোর্টের দাবি

Date:

লখিমপুর কাণ্ডের ফরেন্সিক রিপোর্ট সামনে আসতেই আরও চাপ বাড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর। ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট অনুযায়ী লখিমপুরের খেরিতে কৃষক হত্যার ঘটনায় গুলি চলেছিল অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের বন্দুক থেকেই। ফলে ফের মুখ পুড়ল যোগী সরকারের।

 

আরও পড়ুন:দিল্লির এইমসের সামনে গুলির সংঘর্ষ, গ্রেফতার ৩ দুষ্কৃতী

লখিমপুর ইস্যুতে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে একাধিক পড়ছে যোগী সরকার। এই মামলায় মূল অভিযুক্ত আশিস মিশ্রকে আড়াল করা হচ্ছে বলে ভর্ৎসনা করেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রমানার ডিভিশন বেঞ্চ। গত ৩ অক্টোবর কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে আচমকাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয় পিষে দেয় চার কৃষক-সহ এক সাংবাদিককে। মর্মান্তিক এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। শুধুই কৃষকদের গাড়ি চাপা দেওয়া নয়, গুলি করে খুন করার অভিযোগও ওঠে বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে। এমন অভিযোগও জানান কৃষকরা। অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত। গত ১৫ অক্টোবর তদন্তকারীরা ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্র ও অঙ্কিত দাসের লাইসেন্স প্রাপ্ত বন্দুক বাজেয়াপ্ত করে। পাঠানো হয় ফরেন্সিক ল্যাবে।রিপোর্টেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।  প্রথম থেকেই আশিস মিশ্র গুলি চালানোর ঘটনা অস্বীকার করলেও ফরেন্সিক রিপোর্টে সত্য প্রকাশ্যে আসে। মঙ্গলবার ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে গত ৩ অক্টোবর লখিমপুরে কৃষকদের উপর যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেটা আশিষ মিশ্রের বন্দুকই ছিল।

মঙ্গলবার লখিমপুরের খেরিতে কৃষক হত্যার ঘটনার ফরেন্সিক রিপোর্ট এসে পৌঁছেছে লক্ষ্ণৌ পুলিশের হাতে। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এতেই রীতিমত অস্বস্তিতে পড়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। যদিও সেদিন কেউ গুলিবিদ্ধ হয়নি বলে পুলিশের তরফে দাবি করা হচ্ছে।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version