Monday, November 10, 2025

কৃষক আন্দোলনের বর্ষপূর্তি , ২৬ নভেম্বর থেকে দেশজুড়ে শুরু হবে চড়া সুরে বিরোধিতা

Date:

কেন্দ্রের কৃষি আইনের (Farmers law) বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাচ্ছেন কৃষকরা । আগামী ২৬ নভেম্বর সেই আন্দোলনেরই এক বছর পূর্ণ (celebrating one year of farmers agitation)হতে চলেছে। আর তার প্রাক্কালে কৃষক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আন্দোলন আরো জোরদার হবে। যতক্ষণ না কেন্দ্র তিনটি আইন প্রত্যাহার করছে ততদিন আন্দোলন চলবে ।

এদিকে আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (winter session of Parliament) । আর এদিনই কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষি আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে সংসদ ভবনের (Parliament) সামনে বিক্ষোভ কর্মসূচি রাখছে কৃষক সংগঠনগুলি। যতদিন ধরে অধিকবেশন চলবে, ততদিন কৃষকরা ট্রাক্টর নিয়ে সংসদ ভবনের বাইরে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখাবে। ফলে কৃষি আন্দোলনের জেরে সংসদের অধিবেশন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

কেন্দ্রের তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবিতে এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি গ্যারান্টির দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লির তিন সীমান্তে আন্দোলন শুরু করেছিল পঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা।

মঙ্গলবার সংযুক্ত কিসান মোর্চা জানিয়েছে২৬ নভেম্বর থেকেই দেশজুড়ে আন্দোলন শুরু করা হবে। দিল্লির সীমান্তে বিপুল সংখ্যক কৃষক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ২৮ নভেম্বর মুম্বইয়ের আজাদ ময়দানে একটি মিছিলের আয়োজন করা হবে এবং ২৯ নভেম্বর থেকে সংসদ অধিবেশন শুরু হবে। সংসদ ভবনের সামনে লাগাতার বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে তাদের।

Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version