আইপিএল ফাইনালের দিন সৌরভের কাছে কী বার্তা পেয়েছিলেন ভেঙ্কটেশ? জানালেন নিজেই

নিউজিল্যান্ডের ( New Zealand )বিরুদ্ধে আসন্ন টি-২০ ( T-20) আন্তর্জাতিক সিরিজে সুযোগ পেয়েছেন নবাগত অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার (venkatesh iyer)। কলকাতা নাইট রাইডার্সের ( kkr) এই তারকা ওপেনার ভারতীয় দলে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত। বললেন আইপিএলে পারফরম্যান্সের সুবাদেই ভারতীর দলের দরজা খুলে গিয়েছে তাঁর কাছে। সুযোগ পাওয়ার আগে তার আইডল সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে বিশেষ পরামর্শও পেয়েছেন, বৃহস্পতিবার এমনটাও জানিয়েছেন মধ্যপ্রদেশের এই তারকা ক্রিকেটার।

এদিন তিনি বলেন,” খুব ছোটবেলায় আমি ডানহাতে ব্যাট করতাম। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে বাঁহাতে ব্যাট করা শুরু করি। ওনাকে নকল করা শুরু করি। বেশ ভালই লাগে যখন কেউ দাদার সঙ্গে আমার মিল খুঁজে পায়। আইপিএল ফাইনালের দিন দাদার সঙ্গে কথা বলতে পেরে বেশ ভালই লাগল। খুব সাধারণ কথাবার্তা হয়েছিল। বলেছিলেন আমি ভাল খেলছি, আরও পরিশ্রম করতে হবে। ফলাফল কী হবে সেটা নিয়ে ভাবতে বারণ করে দাদা, বলে কাজ করে যেতে। সেটা করলে ফল ঠিক পাওয়া যাবে।”

আরও পড়ুন:ভারতীয় ক্রিকেটারদের বলয়গত ক্লাতি দূর করতে নয়া পদক্ষেপ নিল বিসিসিআই

Previous articleত্রিপুরা পুরভোট মামলা: রাজ্য সরকারকে নির্বিঘ্নে প্রচারের ব্যবস্থা করার নির্দেশ সুপ্রিম কোর্টের
Next articleশ্রাবন্তী পদ্ম ছাড়ায় ফের বেলাগাম তথাগত, কৈলাসকে নিয়ে অশালীন টুইট