Monday, November 10, 2025

স্বরাষ্ট্রসচিবের রাজ্য সফরের দিনেই কোচবিহার সীমান্তে বিএসএফের গুলি, মৃত ৩

Date:

ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার(cow smuggling) চালানোর সময় বিএসএফের(BSF) গুলিতে প্রাণ গেল তিন সন্দেহভাজন পাচারকারীর। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার সিতাই(Sitai) এলাকায়। মৃতদের মধ্যে দুজন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সিতাইয়ের চামটা এলাকায় বিএসএফের সঙ্গে সন্দেহভাজন গরুপাচারকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ভারতীয় ও অপর দুইজন বাংলাদেশী৷ ভারতীয় নাগরিক সিতাইয়ের বাসিন্দা। সিতাই থানা জানিয়েছে তার নাম প্রকাশ বর্মন। সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছেছে৷ পুলিশ জানিয়েছে গ্রামের বাসিন্দারা সকালে দেহ পড়ে থাকতে দেখেন ভুট্টার জমিতে । এরপরেই সন্দেহ হয় । পরে তারা জানতে পেরে সীমান্তে রাতে গুলি চালায় বিএসএফ। এরপরেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়ার দাবি যেহেতু কেন্দ্রীয় সরকার বিএসএফের ক্ষমতা বাড়িয়েছে তাই এধরনের ঘটনা ঘটছে। তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন বাংলাদেশী ও একজন ভারতীয় বলে তারা জানতে পেরেছেন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিএসএফের তরফে কোনরকম বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন:করোনার বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, প্রকাশ্যে ল্যানসেটের রিপোর্ট

উল্লেখ্য, সীমান্ত ইস্যু নিয়ে বৈঠকের জন্য আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। বেলা সাড়ে ১২টায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে হিডকো ভবনে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা, ডিজি মনোজ মালব্যও। এই বৈঠকে রাজ্যের সমস্ত সীমান্তবর্তী জেলার জেলাশাসক, পুলিশসুপারকেও ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, কাঁটা তার লাগানো, সীমান্তের নিরাপত্তা বিষয়, বিএসএফের চেক পোস্ট বাড়ানো, বিএসএফের নতুন ক্যাম্প তৈরির জন্য জমি সংক্রান্ত বিষয় নিয়ে মূলত এই আলোচনা হবে।

Related articles

শহুরে পরিবহনে মডেল বাংলা! জাতীয় স্বীকৃতি ‘যাত্রী সাথী’-কে

রাজ্য সরকারের মুকুটে আরও একটি সাফল্যের পালক। কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এ বার জাতীয় স্বীকৃতি পেল...

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর।...

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...
Exit mobile version