Thursday, August 21, 2025

করোনার বিরুদ্ধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন, প্রকাশ্যে ল্যানসেটের রিপোর্ট

Date:

Share post:

ভারত বায়োটেকের(Bharat biotech) তৈরি কোভ্যাক্সিনকে সম্প্রতি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World health organisation)। এরপরই এই ভ্যাকসিনের কার্যকরিতা কতখানি তা প্রকাশ্যে আনল মেডিকেল জার্নাল ল্যানসেট(lancet)। আন্তর্জাতিক এই সংস্থার তরফে দাবি করা হয়েছে, উপসর্গ যুক্ত আক্রান্তদের ক্ষেত্রে ৭৭.৮ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন। পাশাপাশি করোনার যেকোনো রকম ভেরিয়েন্টের বিরুদ্ধে ৭০.৮ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন(covaccine)।

ল্যানসেটের সাম্প্রতিক রিপোর্ট দাবি করেছে, উপসর্গহীন সংক্রমিতদের ক্ষেত্রে এই ভ্যাকসিন ৬৩.৬ শতাংশ কার্যকর, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ এবং কাপ্পা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৯০.১ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন। বলার অপেক্ষা রাখে না এই ভ্যাকসিন গ্রহীতাদের জন্য সাম্প্রতিক রিপোর্ট স্বস্তিদায়ক। প্রসঙ্গত, দীর্ঘদিন ভারতের তৈরি কোভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দীর্ঘ কাঠখড় পোড়ানোর পর অবশেষে মিলেছে অনুমোদন। এরপর এই ভ্যাকসিনের কার্যকারিতা কতখানি তা প্রকাশ্যে আনলো আন্তর্জাতিক মেডিকেল জার্নাল।

আরও পড়ুন:“ওঁর গুরুত্ব কী রয়েছে আমি জানি না”, তথাগতর সমালোচনাকে পাত্তা দিতে নারাজ দিলীপ

অন্যদিকে, দেশজুড়ে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও চিন্তায় ফেলেছে সরকারকে। শুক্রবারের রিপোর্ট বলছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৫১৬ জন, মৃত্যু হয়েছে ৫০১ জনের। সব মিলিয়ে দেশে বর্তমানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩৪,৪১৪,১৮৬ জন। এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩৩,৮১৪,০৮০। এবং মোট মৃতের সংখ্যা ৪,৬২,৬৯০ জন।

 

spot_img

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...