Monday, August 25, 2025

BJP MLA Contro: বেলাগাম বিজেপি বিধায়ক, তৃণমূলের জেলা নেত্রীকে মারধরের হুমকি

Date:

ফের বেলাগাম মন্তব্য বিজেপি (Bjp) বিধায়কের। তৃণমূলের (Tmc) মহিলা জেলা সভাপতিকে মারধরের হুমকি দিলেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Swapan Majumder)। এখন এই নিয়েই বিতর্ক চরমে। তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি আলোরানি সরকারকে (Alorani Sarkar) সরাসরি শারীরিক আঘাতের হমকি দেন বিজেপি বিধায়ক।

শুক্রবার, জ্বালানিতে রাজ্যের ভ্যাট কমানোর দাবিতে গোপালনগর থানার ন’হাটা বাজারে মিছিল করে বিজেপি। মিছিলের পর সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বপন মজুমদার বলেন, ‘‘‌সাবধান করছি। আমাদের কোনও কার্যকর্তার গায়ে যদি হাত পড়ে বা যদি মিথ্যে মামলায় ফাঁসানো হয়, তাহলে আস্ত শরীর নিয়ে তুমি এলাকায় ফিরে যেতে পারবে না।” আলোরানি সরকারের ব্যক্তিগত জীবন নিয়েও কুৎসা ছড়ান বিজেপি বিধায়ক।

এর জবাবে তৃণমূলের জেলা সভাপতি অভিযোগ করেন, “তাই বিধায়কের কথার কোনও উত্তর দিতে চাই না। উনি সোনা, গাঁজা পাচারকারী।গুয়াহাটিতে ধরা পড়ে জেল খেটেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অষ্টম শ্রেণি পাশের নকল শংসাপত্র দিয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি।”

তবে, দলীয় বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি বিজেপি-র শৃঙ্খলা কমিটি। নির্বাচনেও প্রচারের সময় বিজেপি নেতাদের মুখে অশালীন মন্তব্য শোনা যায়। বাংলার মানুষ যে এই ধরনের মন্তব্যকে সমর্থন করে না তা প্রমাণ হয়ে যায় তৃণমূলের বিপুল জয়ের মাধ্যমে। কিন্তু তাও যে বিজেপি নেতাদের টনক নড়েনি এই ঘটনা থেকে আরও একবার প্রমাণিত।

আরও পড়ুন:Air Pollution In Delhi : ২ দিন লকডাউনের পরামর্শ সুপ্রিম কোর্টের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version