T-20 World Cup: টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে

অস্ট্রেলিয়ার হয়ে দুরন্ত ব‍্যাটিং ওয়ার্নার, মিচেল মার্শের

টি-২০ বিশ্বকাপ ( t-20 world cup) চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। রবিবার বিশ্বকাপ ফাইনালে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ডকে ( New Zealand)। এই জয়ের ফলে প্রথম টি-২০ বিশ্বকাপ চ‍্যাম্পিয়নের পাশাপাশি মোট ছ’টি বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ‍্যারন ফিঞ্চ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে  ১৭২ রান করে কেন উইলিয়ামসনের দল। কিউয়িদের হয়ে দুরন্ত লড়াই করেন অধিনায়ক উইলিয়ামসন। ৮৫ রান করেন তিনি। ২৮ রান করেন গাপ্টিল। কিউয়িদের হয়ে তিনটি উইকেট নেন হ‍্যাজলউড। একটি উইকেট নেন অ‍্যাডাম জ‍্যাম্পা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১ ওভার ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুরন্ত ব‍্যাট করেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ। ৫৩ রান করেন ওয়ার্নার। ৭৭ রানে অপরাজিত মিচেল মার্শ। ২৮ রানে অপরাজিত ম‍্যাক্সওয়েল। ৫ রান করেন ফিঞ্চ। নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন:India-New Zealand T20: ভারত-নিউজিল‍্যান্ড টি-২০ ম‍্যাচের হাত ধরে আবারও ইডেনে ফিরছে দর্শক

 

Previous articleTMC Bijoya Sammilani: পুরভোটে ৬০-এ ৬০ এর শপথ উত্তর কলকাতা জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনীতে
Next articleBreakfast News : ব্রেকফাস্ট নিউজ