Friday, November 21, 2025

Tripura BJP MLA: তৃণমূল দেখলেই তাড়া করুন, ক্যাডারদের নির্দেশ ত্রিপুরার বিজেপি বিধায়কের

Date:

Share post:

আইনের শাসন বলে কিছুই নেই। একেবারে তালিবানি রাজ চলছে ত্রিপুরায় (Tripura)। পুলিশ প্রশাসন আইন-আদালত তাঁর হাতের মুঠোয় বলে অগণতান্ত্রিক অসাংবিধানিক ফ্যাসিস্ট মন্তব্য করেছিলেন বিজেপি (BJP) পরিচালিত ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী (CM) বিপ্লব দেব (Biplab Dev)। এবার তাঁর উপস্থিতিতেই বেনজির মন্তব্য করলেন ত্রিপুরার দাপুটে।বিজেপি বিধায়ক (BJP MLA) সুরজিৎ দত্ত (Surajit Dutta)।

ত্রিপুরা পুরভোটের (Tripura Municipal Election) আগে প্রকাশ্য জনসভায় বিজেপি বিধায়কের নিদান, “তৃণমূল (TMC) প্রার্থী দেখলেই তাড়া করুন।” যা শুনে স্তম্ভিত গোটা রাজনৈতিক মহল। একজন নির্বাচিত জনপ্রতিনিধি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে কীভাবে ভোটের আগে এমন মন্তব্য করতে পারেন? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। ত্রিপুরা সরকারকে রাজনৈতিক সন্ত্রাস কড়া হাতে দমন করার নির্দেশ দিয়েছে খোদ সুপ্রিম কোর্ট (Suprime Court)। বিপ্লব দেব প্রশাসনকে দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, সব দল যাতে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, সে দায়িত্ব নিতে হবে সরকারকে। সব রাজনৈতিক দলকে নিরাপত্তা দিতে হবে। সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সামনেই তৃণমূলকে সুরজিৎ দত্তের এমন উস্কানিমূলক মন্তব্য ত্রিপুরায় রাজনৈতিক পরিস্থিতি আরও অগ্নিগর্ভ করে তুলবে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি, আগরতলার (Agartala) বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন (Sudip Roy Barman) পর্যন্ত ত্রিপুরায় রাজনৈতিক উত্তেজনার প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশের ডিজিকে (DGP) চিঠি দিয়েছেন।

উল্লেখ্য, পুরভোটের আগে দলের এক কর্মীসভায় ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত বলেন, ”তৃণমূলকে কোনও ভাবেই জমি ছাড়া যাবে না। আমাদের এখানে রাজত্ব করতে হবে। ৩৫ বছর রাজত্ব করতে হবে। কাউকে কোনও ভাবে রেয়াত নয়। হাজার হাজার ভোট দিয়ে ভোটবাক্স ভরাতে হবে। আমি তোমাদের জন্য কাজ করি। তোমাদেরও আমাকে লিড দিতে হবে। কাউকে ছাড়বে না। তৃণমূল প্রার্থীকে যেখানে দেখবে সেখানেই তাড়া করবে।”

অন্যদিকে, শেষপর্যন্ত ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ায় হোটেলে ঢুকতে পারলেন দুই বিধায়ক। বিজেপির তরফে অভিজিৎ সিনহা ও খোকন দাস দাসকে হোটেলে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের। ঘাসফুল শিবিরের অভিযোগ, ওই দুই বিধায়ককে হোটেল থেকে বের করে দিতে চাইছিলেন। হোটেল মালিককে হুমকি দিচ্ছিলেন। শেষপর্যন্ত আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। সেই মামলার ফলেই শেষপর্যন্ত হোটেলে ঢুকতে পারলেন বিধায়করা। ফলে ফের কোর্টে হার বিজেপি তথা বিপ্লব দেব প্রশাসনের।

আরও পড়ুন- অর্ডিন্যান্স জারি করে সিবিআই ও ইডির শীর্ষ কর্তাদের মেয়াদ বাড়াল কেন্দ্র

spot_img

Related articles

চোরের মন পুলিশ পুলিশ! ভূমিকম্প নিয়ে BJP-TMC-র নারদ-নারদ

সাম্প্রতিক সময়ে যে কোনও ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়া যেন রীতি হয়ে গিয়েছে। সামাজিক, পারিবারিক থেকে প্রাকৃতিক বিষয়কেও ছাড়ছে...

পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

শুক্রবার সকালে আচমকাই কেঁপে উঠল বাংলাদেশসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প অনুভূত হয় বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় দেড়...

গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই সঙ্গে আগাম জামিনের পথে গিয়ে নিজের গ্রেফতারির...

এসএসসি ভেরিফিকেশনে অনুপস্থিত উত্তীর্ণরা: খুলবে অনুত্তীর্ণদের পথ!

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সচেষ্ট স্কুল সার্ভিস...