Tuesday, May 13, 2025

Aparna Sen: বাংলায় BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে মুখ খুললেন অপর্ণা সেন

Date:

Share post:

ভৌগোলিকভাবে বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের (BSF) কাজের এক্তিয়ার বা ক্ষমতা বাড়ানোর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গণতান্ত্রিক ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রের এমন একতরফা সিদ্ধান্তে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বাংলার শাসক দল তৃণমূল (TMC) কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আগেই সোচ্চার হয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)।

আজ, সোমবার কলকাতা প্রেস ক্লাবে এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দেন অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। তাঁর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা অন্যান্য বিদ্বজনও প্রতিবাদে মুখর হয়েছেন।

আরও পড়ুন-KMC Election: কলকাতা পুরসভায় বড় পদে বাবুল সুপ্রিয়?

বিএসএফের (BSF) ক্ষমতা বৃদ্ধি নিয়ে অপর্ণা সেনের কথায়, “মিলিটারিদের যতটা ক্ষমতা দেওয়ার কথা, তার থেকেও বেশি দেওয়া হচ্ছে”। ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে ওঠতে হয়। এমনিতেই তাঁদের অবস্থা শোচনীয়, তার উপরে বিএসএফের ক্ষমতা বাড়লে আরও দুর্বিষহ হবে তাঁদের জীবনযাপন।” এরপরই অপর্ণা সেন রাজ্য সরকারকে অনুরোধ করে বলেন, সীমান্তে বসবাস করা মানুষগুলোর কথা যেন একটু ভাবা হয়। তাঁরা যেন নিজেদের মতো করে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করতে পারেন।

উল্লেখ্য, অক্টোবর মাসে হঠাৎ রাজ্যগুলির সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক নির্দেশিকায় বাংলা, অসম ও পাঞ্জাবে বিএসএফের ক্ষমতা বাড়ানো হয়। বিএসএফ অফিসাররা এতদিন তদন্ত, গ্রেফতার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করতে পারতআন্তর্জাতিক সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে ১৫ কিলোমিটার পর্যন্ত। এবার তা বাড়িয়ে ৫০ কিমি ভিতরে ঢুকে তাঁরা এই কাজ করতে পারবেন। কেন্দ্রের এমন সিদ্ধান্তে শুরু হয়েছে জোর বিতর্ক।

spot_img

Related articles

একাকীত্বের কারণে মনমরা ছিলেন প্রীতম! জানালেন পুত্রহারা রিঙ্কু

একা থাকতে কষ্ট হচ্ছিল। যত্ন হচ্ছিল না ঠিক মতো। নিজের কাছে ছেলেকে নিয়ে আসতে চাইছিলেন। পুত্র সৃঞ্জয় দাশগুপ্ত ...

বিশ্ব পরিবেশ দিবসের আগে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর উদ্যোগ রাজ্যের 

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। তার আগেই রাজ্য জুড়ে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর পরিকল্পনা...

মাথার দাম ১০ লক্ষ! বিহার থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি

খালিস্তানি জঙ্গিদের নিধনে বিদেশে সাফল্য পাওয়া সম্ভব নয়, কার্যত স্পষ্ট ভারতের গোয়েন্দা বিভাগের কাছে। অন্যদিকে ভারতের গোয়েন্দা বিভাগের...

বিদ্যুতের বিপুল চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে নতুন শক্তি নীতি রাজ্য সরকারের

বিদ্যুতের বিপুল চাহিদা(Electric Demand) বৃদ্ধির দীর্ঘমেয়াদি পূর্বাভাসকে সামনে রেখে রাজ্য সরকার(State Govt) নতুন  শক্তি নীতি তৈরি করতে চলেছে।...