KMC Election: কলকাতা পুরসভায় বড় পদে বাবুল সুপ্রিয়?

কলকাতা পুরভোটে বাবুল সুপ্রিয় প্রার্থী হতে পারেন বলে জল্পনা, কোনও প্রতিক্রিয়া নেই তৃণমূলের

কলকাতা পুরসভায় (KMC Election) বড় পদে আসছেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)? পুর ভোটে প্রার্থী হতে পারেন তিনি? এই নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি তৃণমূল (Tmc) । বাবুলেরও মুখে কুলুপ।

আরও পড়ুন-Duare Ration: মঙ্গলবার থেকে রাজ্যবাসীর ঘরে ঘরে পৌঁছবে রেশন, প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী

সোমবার সন্ধেয় হঠাৎ রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে- কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election) লড়তে পারেন বাবুল সুপ্রিয়। তাঁকে কলকাতা পুরসভার বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর রটে। আর এই নিয়েই বিভিন্ন চর্চা রাজনৈতিক মহলে। তৃণমূলের “এক পদ এক ব্যক্তি” রীতি মেনে বর্তমান মেয়রের পদে থাকা, না থাকা নিয়েও নানা সমীকরণের চর্চা চলে। তবে, বাবুলের ভোটে দাঁড়ানো, কলকাতা পুরসভার বড় পদ পাওয়ার বিষয় নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি শব্দও বলা হয়নি। বাবুল সুপ্রিয়র কোনও প্রতিক্রিয়াও এই বিষয় নিয়ে পাওয়া যায়নি।

Previous articleSchools Reopening in West Bengal: কাল থেকেই খুলছে স্কুল, অবশ্যই যে নিয়মগুলি মানতে হবে…
Next articleAparna Sen: বাংলায় BSF-এর এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে মুখ খুললেন অপর্ণা সেন