Monday, August 25, 2025

R G Kar Medical: ‘প্রতিবাদের নামে জঙ্গি আন্দোলন নয়’, কড়া বার্তা হাইকোর্টের

Date:

‘প্রতিবাদের নামে জঙ্গি আন্দোলন নয়’ আরজি কর-এ (R G Kar Medical) ছাত্র আন্দোলনে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট‌ (Calcutta High Court)। একই সঙ্গে আরও বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অমান্য করলে আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার আবার এই মামলার শুনানি রয়েছে।

এক মাসের বেশি সময় ধরে আরজি কর-এ (R G Kar Medical) চলছে আন্দোলন। হবু ও জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছে আর জি কর হাসপাতালে। তাঁদের দাবি, অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে। আগেই হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে, আন্দোলনের জেরে রোগীদের কোনও অসুবিধা না হয়। এবার হাইকোর্টের প্রধান বিচারপতি সেই নির্দেশ বহাল রাখলেন। এই নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন আদালতের প্রধান বিচারপতি।

আরও পড়ুন: Delhi Air Pollution : দূষণ রুখতে সম্পূর্ণ লকডাউনে রাজি দিল্লি : আদালতে হলফনামা কেজরিওয়ালের

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Srivastava) বলেন, হাসপাতালের পরিষেবা কোনোভাবে বিঘ্নিত হলে তার দায় নিতে হবে আন্দোলনকারীদের। বিচারপতি আরও জানালেন, নির্দেশ না মানা হলে ফল কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রিন্সিপালকে সরানোর দাবিতে যেভাবে আন্দোলন চলছে তা মানা যায়না বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি।

এদিন হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল (Advocate General) বলেন, এটি একটি টার্সিয়ারি, সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা মাঝে মধ্যেই অশ্লীল ভাষা প্রয়োগ করছেন। এতে বাংলার সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করছেন তিনি। তিনি জানান,  সাইলেন্স জোনেও মাইক বাজছে।

 

Related articles

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...

এর থেকে বড় খুন আর কোনটা: মৃত পরিযায়ী গোলামের গ্রামে গণমঞ্চ

বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলেছে তার প্রতিবাদ রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শুরু হয়েছে।...
Exit mobile version