Monday, November 3, 2025

Durgapur Airport:আবার চুরি! বিজেপি সরকারের নয়া কীর্তি, দুর্গাপুর বিমানবন্দর চলে গেল উত্তরাখণ্ডে!

Date:

এ লজ্জা রাখবে কোথায় ভারতীয় জনতা পার্টি? আবার বাংলাকে টুকলি বিজেপির রাজ্যের। এবার দুর্গাপুর বিমানবন্দর হয়ে গেল উত্তরাখণ্ডে! ঠিক তাই। মা উড়ালপুলকে যোগী সরকার তাদের কৃতিত্ব বলে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে বির্তকে পড়েছিল। এবারও পুণরাবৃত্তি। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটে দুর্গাপুরের কাজি নজরুল ইসলাম বিমানবন্দরের পাশে উত্তরাখণ্ড লেখা বিজ্ঞাপন! ফের বাংলার উন্নয়নের পরিকাঠামোকে টুকলির অভিযোগ। ঘটনা সামনে আসতেই  রিট্যুইট করে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের উন্নয়নকে দেখানো ছাড়া বিজেপির কিছুই নেই। মা উড়ালপুলের পর এবার কাজি নজরুল ইসলাম (দুর্গাপুর) বিমানবন্দর। কীভাবে প্রকৃত উন্নয়ন করতে হয়, তার শিক্ষা দিতে পেরে আমরা খুশি।
আসলে বিজেপি এখন বাংলার উন্নয়নকে চুরি করতে নেমেছে। শুরু হয়েছিল মা উড়ালপুলের ছবি যোগী রাজ্য ব্যবহার করা নিয়ে। এরপর বাংলায় জনপ্রিয় ‘দিদিকে বলো’ কর্মসূচি নকল করে ত্রিপুরার বিপ্লব দেব সরকার। শুরু হয়েছে ‘দাদাকে বলো’ কর্মসূচি। বাংলাকে নকল করে গোয়ায় শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ অভিযান। এবার দুর্গাপুর এয়ারপোর্টের ছবি চুরি। বিজেপির উন্নয়নের দৈন্যতা প্রকাশ্যে,  এবং নির্লজ্জভাবে।
ঘটনা সামনে আসতেই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ট্যুইটার হ্যান্ডল থেকে ট্যুইটটি সরিয়ে দেয়।  এনিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওরা এমনই করে। যেমন বিজেপি নেতা অমিত মালব্য বাংলাদেশের ঘটনা এখানকার বলে চালিয়ে দেন। আসলে ওদের কিছু দেখানোর নেই। তাই আমাদের তৈরি জিনিসগুলি দেখাতে হচ্ছে। আমরা সৃষ্টি করব, আর ওরা দেখিয়ে যাক। বিজেপি রাজ্য সভাপতি অবশ্য ভুল হয়েছে, দেখতে হবে বলে এড়াতে চেয়েছেন।
 কিছুদিন আগে  যোগী সরকারের উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়। সে সময় উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের ছবি চুরি করে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে যোগী আদিত্যনাথের সরকার। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে। যোগীর কাছে উত্তরপ্রদেশে পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে নিজেদের বলে দাবি। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে।

Related articles

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে...

নাবালকদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান! খারিজ সুপ্রিম কোর্টে

সোশ্যাল মিডিয়া দেখবে কী নাবালকরা? এক শ্রেণির দেশবাসী প্রশ্ন তোলেন, ১৪ থেকে ১৮ বছর বয়সীদের সোশ্যাল মিডিয়ার (social...

এবারের ফোকাল ‘থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, থাকছে ময়দান বইমেলার দুর্লভ ছবির প্রদর্শনী: ঘোষণা গিল্ডের

৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় (Kolkata Book Fair 2026) বড় চমক। ১৯৭৬ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২০ বছর ময়দানে...
Exit mobile version