Nomination File: রাজ্যসভার তৃণমূল প্রার্থী হিসেবে বিধানসভায় মনোনয়ন জমা ফ্যালেরিওর

অন্যদল প্রার্থী না দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাবেন লুইজিনহ ফ্যালেরিও

রাজ্যসভা তৃণমূল প্রার্থী হিসেবে সোমবার মনোনয়নপত্র জমা দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Tmc) নেতা লুইজিনহ ফ্যালেরিও ?Luizinho Faleiro)। এদিন দুপুরে বিধানসভা ভবনে গিয়ে সচিব তথা রাজ্যসভা ভোটের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা করেন। সঙ্গে ছিলেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ (Nirmal Ghosh) এবং উপ-মুখ্য সচেতক তাপস রায় (Tapas Ray)।

অর্পিতা ঘোষ পদত্যাগ করায় রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের একটি আসন শূন্য হয়েছে। ওই আসনে ২৯ নভেম্বর ভোট গ্রহণ করা হবে। কমিশনের জারি করে বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু শেষ দিন পর্যন্ত অপেক্ষা না করে এদিনই মনোনয়ন জমা দেন লুইজিনহ। ১৭ নভেম্বর জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২২ নভেম্বর। যদিও এই পদে অন্য কোনও দল লড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়। কেউ প্রতিদ্বন্দ্বিতা না করলে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হবেন তৃণমূলের
সর্বভারতীয় সহ সভাপতি।

 

Previous articleTripura: এসপি অফিস থেকে চ্যাংদোলা করে বের করার পর গ্রেফতার তৃণমূল প্রার্থী পান্না দেব
Next articleProsenjit Chatterjee-jeet : বাংলা ছবিতে এই প্রথমবার প্রযোজক জিৎ ,অভিনেতা প্রসেনজিৎ