Saturday, August 23, 2025
চার মাস পরে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টে উঠছে নন্দীগ্রাম ভোট মামলা। একই দিনে সুপ্রিম কোর্ট (Supreme Court) ও কলকাতা হাইকোর্টে (High Court) উঠছে নন্দীগ্রাম ভোট মামলা। চার মাস পর সোমবার, ওই মামলার শুনানির সম্ভাবনা। এদিকে সুপ্রিম কোর্টের তাঁর দায়ের করা মামলার নিষ্পত্তি হয়নি- এই অজুহাতে কলকাতা হাইকোর্টের মামলার শুনানি পিছনোর আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। আইনজীবী মহলের মতে, সুপ্রিম নির্দেশের উপরেই নির্ভর করবে উচ্চ আদালতের শুনানি। ফলে ফের পিছতে পারে হাইকোর্টের শুনানি।

 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে ভোট গণনায় কারচুপি হয়েছে এই অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। প্রথম জুন মাসে হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলাটি ওঠে। কিন্তু ওই বেঞ্চে মমতার আপত্তি থাকায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি চন্দ। জুলাই মাসে মামলাটি যায় বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। কিন্তু এবার বেঞ্চ বদলে বেঁকে বসেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কলকাতা হাইকোর্টের উপর অনাস্থা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেখানে তিনি আবেদন করেন, অন্য যে কোনও রাজ্যে মামলা স্থানান্তরিত করা হোক। এই অবস্থায় মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তিন মাসের জন্য শুনানি মুলতুবি করেন। সেই মতো সোমবার, দুপুর তিনটেয় হাইকোর্টে উঠছে নন্দীগ্রাম মামলাটি।

কিন্তু এদিকে সুপ্রিম কোর্টে মামলার কোনও অগ্রগতি হয়নি। সেখানেও সোমবারই উঠছে মামলাটি। বিচারপতি হিমা কোহলির বেঞ্চে হতে পারে নন্দীগ্রাম ভোট মামলার শুনানি। ফলে একই দিনে দুজায়গায় শুনানির সম্ভাবনায় জট তৈরি হয়েছে।

Related articles

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...

বেলেঘাটায় ছেলের হাতে খুন মা! বন্দি গুণধর পুত্র

গড়িয়ার পরে এবার কলকাতার বেলেঘাটা (Belegata)। শনিবার দুপুরে নিজের বাড়ি থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হল। প্রাথমিক তদন্তের...
Exit mobile version